বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে আর থাকতে চান না সুজন 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীর কোচের দায়িত্বে আর থাকতে চান না সুজন 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হবে আগামীকাল থেকে। প্রথম ম্যাচ মাঠে গড়ানোর একদিন আগে থেকেই একের পর এক আসতে শুরু করেছে নেতিবাচক খবর। আজ সকালেই জানা যায়, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছাড়তে চায় মালিকপক্ষ। পরে দলটির দায়িত্ব নিয়েছে বিসিবি। এরপর জানা গেল, নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে আর থাকতে চান না খালেদ মাহমুদ সুজন। 

বিপিএলের নতুন দল নোয়াখালী। নোয়াখালীর প্রথম ফ্র্যাঞ্চাইজিও এটি। ফলে নোয়াখালী অঞ্চলের মানুষও দল নিয়ে বেশ উচ্চ্বসিত। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগের দিনই এল নেতিবাচক খবর। 


বিজ্ঞাপন


এবারের বিপিএলের প্রথম পর্ব হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফলে দলগুলো অবস্থান করছে সিলেটেই। সব দলগুলোরই অনুশীলনের ঠিকানা এই স্টেডিয়াম।

আজ দুপুর দেড়টার দিকে সিলেট স্টেডিয়ামে অনুশীলন করতে বাসে করে আসেন নোয়াখালীর ক্রিকেটাররা। তখনই ঘটে এই ঘটনা। বাস থেকে নোয়াখালীর ক্রিকেটাররা নেমেছিলেন স্টেডিয়ামের মাঠে। এর মধ্যেই হঠাৎ স্টেডিয়াম ছেড়ে হাঁটা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোয়াখালীর প্রধান কোচ সুজন। 

সুজন চলে যেতে দেখে সাংবাদিকরাও তার পিছু নেন। কোথায় যাচ্ছেন এমন এক প্রশ্নের জবাবে উত্তর আসে, তিনি নাকি মাঠ ছেড়েই চলে যাচ্ছেন। দলের লজিস্টিক সাপোর্ট নিয়ে ক্ষোভ জানাতে দেখা গেছে তাঁকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করব না।’

নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তাকে তাঁকে বোঝাতেও দেখা যায়। এক পর্যায়ে নোয়াখালীর সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান সুজন। তিনি আর দলটির কোচের দায়িত্বে থাকতে চান না বলেই জানিয়েছেন। কে কোচ হবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক কোচ আছে, নিতে পারবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর