দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আগামীকাল থেকে মাঠে গড়াবে খেলা। আর শুরুর একেবারে আগমুহূর্তে, খেলা শুরুর একদিন আগে ঘটল এক চমকপ্রদ ঘটনা। ম্যাচ মাঠে গড়ানোর আগে দলের মালিকানা প্রত্যাহার করার আবেদন করেছে একটি ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলের এবারের আসর শুরুর একদিন আগে মালিকানা প্রত্যাহারের আবেদন জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। এ নিয়ে বিসিবিতে একটি চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম। এখন ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে পারে বিসিবি।
বিজ্ঞাপন
এ বিষয়ে দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিককে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান বলেন, ‘আমরা একটা চিঠি পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছি। কীভাবে কী হবে, তা দেখছি। নিয়ম অনুযায়ী বিসিবিরই দায়িত্ব নেওয়ার কথা।’
চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা–ও দেয়নি তারা। ফলে দলটির বিদেশি ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না।
এদিকে টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে মালিকানা প্রত্যাহারের আবেদন করায় এখন বিপাকে পড়েছে বিসিবি। শেষ পর্যন্ত হয়তো বিসিবিই দায়িত্ব নিতে পারে এ দলের। এদিকে উদ্বোধনী দিনেই মাঠে নামার কথা চট্টগ্রামের। আগামীকাল দুপুরে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস।

