বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের ম্যানেজার হলেন যশোরের ঝড়ু

ক্রীড়া প্রতিবেদক, যশোর
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের ম্যানেজার হলেন যশোরের ঝড়ু

২০১৯ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ফিরলেন যশোরের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাসানুজ্জামান ঝড়ু। এবারের আসরে তিনি রাজশাহী ওয়ারিয়ার্সে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। 

বুধবার সন্ধ্যায় ঝড়ু নিজেই ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত ঝড়ু এর আগে চিটাগং ভাইকিংসের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একাধিকবার বাংলাদেশে সফরত অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা ও ভারত দলের লিয়াঁজো কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বিজ্ঞাপন


বিপিএলের দায়িত্বপালনের জন্য অনুমতি দেয়ায় হাসানুজ্জামান ঝড়ু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ দেন। 

তিনি বলেন, 'আমি বিমানে চাকরি করলেও ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করা আমার প্যাশান। সেই সাথে বেশ লোভনীয় ও চ্যালেঞ্জিং। এ কারনে ক্রিকেটের যুক্ত থাকার চেষ্টা করি।'

'২০১৯ সালে সর্বশেষ চিটাগং ভাইকিংসের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলাম। দীর্ঘবিরতির পর এবার আসরের বিপিএলে যুক্ত হলাম। বিপিএলে বাংলাদেশ ক্রিকেটের টপ ম্যানেজমেন্ট যুক্ত থাকে। এখান থেকে অনেক কিছু শেখা যায়। মূলত রাজশাহীর কোচ হান্নান সরকারের আমন্ত্রনে রাজশাহী ওয়ারিয়ার্সের সাথে যুক্ত হওয়া। এছাড়া রাজশাহীর টিম ম্যানেজমেন্ট অনেক পেশাদার ও এখন পর্যন্ত সবকিছু সততার সাথে কাজ করছে। যা আমাকে মুগ্ধ করেছে।'

তিনি আরও বলেন, 'রাজশাহী ওয়ারিয়র্সের মতো দলগুলো শুধু বিপিএলে অংশগ্রহণই নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্থানীয় প্রতিভাদের সুযোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশের তৃণমূল ক্রিকেটকে সত্যিই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর