বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

মাত্র ২ বল অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

মাত্র ২ বল অনুশীলনের সুযোগ পেল বাংলাদেশ!

গোটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই যেন বাংলাদেশ দলের জন্য পরিণত হয়েছে এক বিভিষীকায়। কখনো ব্যাটাররা ভুলে যান ব্যাটিং আবার কখনও মুখস্ত অধিনায়কত্বের খেসারত দেয় দল। বৃষ্টিও যেন পক্ষ নিয়েছে স্বাগতিকদের। আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ এ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে অথচ ঠিকমতো অনুশীলনটাই কিনা করতে পারল না টাইগাররা।

অধিনায়ক তামিম ইকবালও বেশ হতাশ। টেস্ট সিরিজের পর খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। ব্যাট বলের সঙ্গে সম্পর্ক নেই গত ৭-৮ দিন ধরেই। গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে তাই অধিনায়কের মাঝ ব্যাটে বল লাগানোর অনুভূতিটা খুবই দরকার ছিল। 


বিজ্ঞাপন


হতাশা প্রকাশ করে তামিম বলেন, 'অনুশীলন নিয়ে আসলে সন্তুষ্ট হওয়ার কোন কারণই নেই। ৭-৮ দিন হলো আমি ব্যাটিংই করতে পারি নাই। আজকে একটা সুযোগ ছিল আসছি, ২ বল খেলে আমাদের শেষ হয়ে গেছে।'

তবে যেটা নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে না ভেবে মানসিকভাবে তৈরি থাকার ওপর জোর দিলেন অধিনায়ক, 'বৃষ্টিটা তো আমরা প্রেডিক্ট করতে পারি না। অনুশীলন সেশনগুলো সব সিডিউল করা ছিল। দুর্ভাগ্যবশত আবহাওয়ার কারণে এটা হয়নি। তবে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।'

তবে আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। টানা হারের মধ্যে থাকা একটি দলের জন্য হঠাৎ ভাল করাটা বেশ কঠিন। তামিম বলেন, 'একটা সিরিজে যখন আপনি ম্যাচ জিতছেন না তখন এটা সবসময়ই কঠিন। এখন পর্যন্ত আমরা ভাল ক্রিকেট খেলতে পারি নাই। টেস্ট বলেন টি-টোয়েন্টিতে বলেন।'

সঙ্কট এখানেই শেষ নয়, ওডিআই স্কোয়াডে সব মিলিয়ে ব্যাটার আছেন মোট ৮ জন। ফলে পছন্দমতো একাদশ তৈরিতে খুব বেশি অপশন পাচ্ছেন না তামিম। তার ওপর দলে নেই পর্যাপ্ত অলরাউন্ডার।


বিজ্ঞাপন


এ বিষয়ে দেশসেরা ওপেনার বলেন, 'বাংলাদেশে খুব বেশি প্রোপার অলরাউন্ডার নেই। আমাদের যদি দুই তিনটা অলরাউন্ডার থাকত যারা ৫০-৫০ বা ৬০-৪০ তাহলে এই প্রশ্নগুলো এতটা উঠত না।'  

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর