মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন, পেছাল বিয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

গাড়ি দুর্ঘটনায় আহত মেসির বোন, পেছাল বিয়ে

লিওনেল মেসির বোন মারিয়া সোলকে ঘিরে দুঃসংবাদ। গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় তার বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় মারিয়া সোলের মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে, পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে। আর্জেন্টাইন টিভি সাংবাদিক ও উপস্থাপক আঞ্জেল দে ব্রিতো জানান, মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি তাকে নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী মারিয়া সোল এখন “বিপদমুক্ত”, তবে তাকে দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে।


বিজ্ঞাপন


মিয়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা লাগে তার চালানো পিক-আপ ট্রাকের। সেই দুর্ঘটনাতেই তিনি গুরুতর আহত হন। আঞ্জেল দে ব্রিতো বলেন, “মেসির বোন এখন ভালো আছে, বিপদের বাইরে। তবে জানুয়ারি ৩ তারিখে আর্জেন্টিনার রোসারিওতে তার বিয়ে হওয়ার কথা ছিল, সেটি আপাতত স্থগিত করতে হচ্ছে।”

তিনি আরও জানান, “তার শরীরে দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে, যেগুলো চিকিৎসার ক্ষেত্রে বেশ জটিল। পাশাপাশি মেরুদণ্ডের হাড় সরে গেছে। তিনি ইতোমধ্যে রোসারিওতেই পুনর্বাসন শুরু করেছেন।” মেসির মায়ের সঙ্গে কথা বলার পর আঞ্জেল জানান, মারিয়া সোলের দুটি কশেরুকা ভেঙেছে, পাশাপাশি পায়ের গোড়ালি ও কবজিতেও ফ্র্যাকচার হয়েছে। “বিয়েটা পিছিয়ে দেওয়া হবে। সেলিয়া আমাকে বলেছেন, মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়েছিল,” যোগ করেন তিনি।

আর্জেন্টিনার কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, দুর্ঘটনার সময় মারিয়া সোল একটি পিক-আপ ট্রাক চালাচ্ছিলেন। মারিয়া সোলের বিয়ে হওয়ার কথা ছিল জুলিয়ান ‘তুলি’ আরেয়ানোর সঙ্গে। তিনি ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তাদের নিজ শহর রোসারিওতেই, যেখানে লিওনেল মেসিও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে বিয়ে করেছিলেন।

এই অনুষ্ঠানে মেসি পরিবারসহ ইন্টার মিয়ামি ও সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসির উপস্থিত থাকার কথা ছিল। লিওনেল ও আন্তোনেলার মতোই মারিয়া সোল ও তার সঙ্গীর পরিচয় শৈশব থেকেই। তারা দু’জনই একই পাড়ায় বড় হয়েছেন। পেশায় একজন পোশাক ডিজাইনার ও উদ্যোক্তা মারিয়া সোল সবসময়ই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন। এক সময় তিনি স্পেনে বসবাস করলেও পরে আর্জেন্টিনায় ফিরে নিজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর