রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে ভিয়ারিয়ালকে নির্বিঘ্নে হারাল বার্সেলোনা। দশ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় লা লিগার শীর্ষে কাতালানদের অবস্থান আরও মজবুত করল। রিয়াল মাদ্রিদের সঙ্গে কাতালানদের ব্যবধান এখন চার পয়েন্ট।
ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নেয় বার্সা। ১২তম মিনিটে বক্সের ভেতর কাট করে ঢুকে নিজেই পেনাল্টি আদায় করেন রাফিনিয়া। ধীর পায়ে এগিয়ে গিয়ে গোলরক্ষক লুইজ জুনিয়রকে ভুল পথে পাঠিয়ে অনায়াসে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে এটি তার সপ্তম গোল, আর চলতি মৌসুমে বার্সেলোনার মোট লিগ গোলের সংখ্যা ছুঁল ৫০।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়ালের প্রতিরোধ ভাঙে কিশোর বিস্ময় ইয়ামালের পায়ে। ৬৩তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের তৈরি করা গোলমুখের জটলার সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল ঠেলে দেন এই ফরোয়ার্ড। লিগে এটিও তার সপ্তম গোল।
হানসি ফ্লিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার টানা সপ্তম জয়। তবে আনন্দের রাতে দুশ্চিন্তার ছায়াও ছিল, ডিফেন্ডার আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন শনিবারের অনুশীলনে বাম হাঁটুর এসিএল ছিঁড়ে ফেলায় ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য।
ভিয়ারিয়ালের জন্য ম্যাচটি কার্যত শেষ হয়ে যায় প্রথমার্ধের শেষভাগে। ইয়ামালের পেছন থেকে বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন রেনাতো ভেইগা। সংক্ষিপ্ত চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে আর সমস্যা হয়নি বার্সার।
এই ফলাফলের দিনে টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। জিরোনার মাঠে ৩–০ গোলের জয় তুলে নেয় তারা। ম্যাচের ১৩তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত হাফ-ভলিতে স্কোরিং শুরু করেন কোকে। পরে জান অবলাকের এক হাতে নেওয়া অসাধারণ সেভ ম্যাচের ছন্দ ধরে রাখে আতলেতিকোর পক্ষে। ৩৮তম মিনিটে কনর গ্যালাঘারের শট ডিফ্লেকশনে ঢুকে গেলে ব্যবধান বাড়ে, আর যোগ করা সময়ে ঠান্ডা মাথার ফিনিশে জয় নিশ্চিত করেন আঁতোয়ান গ্রিজমান।
বিজ্ঞাপন
জিরোনা রয়ে গেছে অবনমন অঞ্চলে। অন্য ম্যাচগুলোতে এলচে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে রায়ো ভায়েকানোকে, একই ব্যবধানে গেতাফেকে হারিয়েছে রিয়াল বেতিস। এর একদিন আগে, শনিবার, নিজের ২৭তম জন্মদিনে রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৫ সালের ৫৯তম গোল করে ক্লাবের হয়ে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে বসেছেন কিলিয়ান এমবাপে।

