রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭৮ দিন গোল নেই, দুয়ো শুনে সামাজিক মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন ভিনি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম

শেয়ার করুন:

৭৮ দিন গোল নেই, দুয়ো শুনে সামাজিক মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন ভিনি?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম চলছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে। তবে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। কোচের হট সিটে শাবি আলোনসো প্রতিনিয়ত চাপ অনুভব করছেন। স্প্যানিশ এই কোচের চাকরি ঝুলছে সুতোয়। স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা গুঞ্জণ। এমন অবস্থায় জয়ের ধারায় ফিরে যখন লস ব্লাঙ্কোসরা কিছুটা স্বস্তির বাতাস পেলো তখনই নতুন করে আলোচনায় ভিনিসিউস জুনিয়র। 

বছরের শেষ ম্যাচে গতকাল সেভিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল। ঘরের মাঠের এই লিগ ম্যাচটি আলোনসোর দল জিতেছে ২-০ গোলে। জুড বেলিংহাম গোলের দেখা পেয়েছেন, কিলিয়ান এমবাপেও গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন। তবে বাইরে থেকে দেখলে আরেকটা সাধারণ ম্যাচ মনে হলেও, ভিনিসিয়ুস জুনিয়রের জন্য সেটি যেন হয়ে উঠল হৃদয় বিদারক এই ম্যাচ। ঘরের মাঠেই যে নিজ দলের সমর্থকদের প্রচণ্ড দুয়ো শুনতে হয়েছে তাঁকে। 


বিজ্ঞাপন


সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিয়াল দল হিসেবে বিচ্ছন্নভাবে দুয়ো শুনেছে ঠিকই, কিন্তু এবার দৃশ্যটা আলাদা। এবার সমর্থকরা যেভাবে দুয়ো দিয়েছে তা জোরালো, সম্মিলিত এবং উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

৮৩তম মিনিটে ঘটনা ঘটে। চতুর্থ রেফারি বোর্ড তুলতেই লাল আলোয় ভেসে ওঠে ৭ নম্বর। ভিনিসিয়ুস তখন মাঠের একেবারে প্রান্তে। বদলি হয়ে বেরোনোর আগে তিনি অধিনায়কত্বের আর্মব্যান্ডটা তুলে দেন থিবো কোর্তোয়ার হাতে- কারভাহাল ও ভালভার্দে মাঠে না থাকায় সেটাই ছিল নিয়ম। কিন্তু সেই হাঁটার পথটা মোটেও নিঃশব্দ ছিল না। গ্যালারি থেকে একটানা দুয়ো- স্পষ্ট, কঠোর এক বার্তা। পারফরম্যান্স নিয়ে, না কি মনোভাব নিয়ে, সেটা ব্যাখ্যার বিষয়। তবে বার্তাটা ছিল পরিষ্কার।

G8pUnPoXYAEFqCf

লম্বা সময় ধরেই ফর্মে নেই ভিনি। পারফর্ম্যান্সেও বেশ অধারাবাহিক। মাঠে নামলে আগের মত ঝলক দেখাতে পারছেন না তিনি। বল নিয়ে দুর্দান্ত গতিতে ড্রিবল করে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারছেন না। ব্রাজিলিয়ান এই তারকা রিয়ালের জার্সিতে শেষ গোল করেছিলেন গত অক্টোবরের ৪ তারিখ। এরপর ৭৮ দিনে আর জালের দেখা পাননি, ম্যাচের হিসেবে ১৪ ম্যাচে তার নামে নেই কোনো গোল। পারফর্ম্যান্স ভালো না হওয়ায় এবং গোলহীন থাকায়ই হয়টো দর্শকদের দুয়ো শুনতে হয়েছে তাঁকে। 


বিজ্ঞাপন


Screenshot_2025-12-21_141311

এদিকে দুয়ো শুনে এবার মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাননি ভিনি। তবে যা করেছেন তা গুঞ্জণ উসকে দিয়েছে। ম্যাচ শেষ হতে না হতেই ইন্সটাগ্রামে নিজের প্রোফাইল পিকচার বদলে ফেলেছেন তিনি। রিয়ালের জার্সিতে ছবি সরিয়ে দিয়েছেন ব্রাজিলের জার্সিতে নিজের একটি ছবি। কিছুক্ষণ পর পোস্ট করেন অধিনায়কত্বের আর্মব্যান্ডের ছবি, ক্যাপশনে শুধু তিনটি ডট, “…”। ব্রাজিলিয়ান তারকার এমন প্রতিক্রিয়া নিয়ে তাই চলছে গুঞ্জন। তবে কি রিয়ালের ভিনির অধ্যায় শেষ হতে চলেছে?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর