এতিহাদ স্টেডিয়ামে শনিবারের ম্যাচটা শুরু থেকেই ছিল একপেশে। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি পুরো সময়টাই দাপট দেখিয়ে গেল, আর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না। শেষ পর্যন্ত ৩–০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই ম্যাচটি আবারও ব্যক্তিগত মাইলফলকের সাক্ষী হয়ে রইল এরলিং হলান্ডের জন্য। দুটি গোল করে শুধু দলকে জেতাননি নরওয়েজিয়ান স্ট্রাইকার, প্রিমিয়ার লিগের ইতিহাসেও নিজের নাম আরও উঁচুতে তুলে ধরেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ১০৩ গোলের রেকর্ড ছাপিয়ে হলান্ডের লিগ গোলসংখ্যা এখন ১০৪। সবচেয়ে বিস্ময়কর বিষয়—এই কীর্তি গড়তে তাঁর লেগেছে রোনালদোর চেয়ে ১২২ ম্যাচ কম। একই সঙ্গে তিনি ছুঁয়েছেন চেলসি কিংবদন্তি দিদিয়ের দ্রগবার অবস্থানও।
বিজ্ঞাপন
চলতি মৌসুমে হলান্ডের গোলের খিদে যেন আরও বেড়েছে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে এই দুই গোল নিয়ে প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১৯, সঙ্গে আছে চারটি অ্যাসিস্ট। ইউরোপের মঞ্চেও থেমে নেই তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যে করেছেন ছয় গোল। সব মিলিয়ে, বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডদের একজন হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেই চলেছেন হলান্ড।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই নিজের গোলমেশিনকে প্রশংসায় ভাসান পেপ গার্দিওলা। তবে শুধু হলান্ড নয়, ফিল ফোডেন ও নিকো রাইলির ভূমিকাও তুলে ধরেন সিটি কোচ।
“আক্রমণে অনেক ভালো দিক ছিল। এরলিংয়ের গোলের জন্য তো সবসময়ই তাকে ধন্যবাদ দিতে হয়। তবে আজ ফিল আর নিকোও আমাদের এই ধরনের ম্যাচ খেলতে সাহায্য করেছে,” বলেন গার্দিওলা।
ডিফেন্সিভ দিকেও উন্নতির ইঙ্গিত দেখছেন সিটি বস। তাঁর ভাষায়, “রক্ষণে আমরা ধীরে ধীরে ভালো করছি। বলের নিয়ন্ত্রণে সেটা স্পষ্ট হচ্ছে।”

