প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন তিনি। নিকট অতীতে এতটা ভালোবাসা নিয়ে চিরবিদায় নিতে আর কাউকে দেখা যায়নি। হাদির চলে যাওয়া ছুঁয়ে গেছে গোটা জাতিকে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয় শহীদ ওসমান হাদিকে। তিনি বিদ্রোহী কবির একজন ভক্ত ছিলেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাযা।
বিজ্ঞাপন
এদিকে হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। আজ বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, হাদির নামে রাজশাহীর জার্সি উৎসর্গ করবে দলটি। একই সঙ্গে জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিয় সমর্থকবৃন্দ, ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।’

তবে সমর্থকদের জন্য সামাজিক মাধ্যমে আগামীকাল তা উন্মোচন করা হবে বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি প্রকাশ করা হবে।’
বিজ্ঞাপন
বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। এবারের আসরের প্রথম পর্ব হবে সিলেটে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রাজশাহী। সে ম্যাচের তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স।

