চাপের গুঞ্জন উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো স্পষ্ট জানিয়ে দিলেন ক্লাবের ভেতরে কোনো ফাটল নেই। সভাপতিমণ্ডলী থেকে শুরু করে ড্রেসিংরুম- সবাই একসাথেই আছেন। নিজের অবস্থান মজবুত করতে ক্লাবের প্রকাশ্য সমর্থন দরকার, এমন ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন।
চলতি মাসের শুরুতে সেল্তা ভিগো ও ম্যানচেস্টার সিটির কাছে ঘরের মাঠে টানা দুই হারের পর আলোনসোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি ক্লাবের শীর্ষ মহলে আলোচনা চলছে বলেও খবর বেরিয়েছিল। তবে আলাভেসকে লিগে এবং কোপা দেল রেতে তালাভেরাকে হারিয়ে সেই চাপ অনেকটাই হালকা করেছে মাদ্রিদ। শনিবার বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ২০২৫ সাল শেষ করবে রিয়াল, এরপর লা লিগায় আসবে বড়দিনের বিরতি।
বিজ্ঞাপন
শুক্রবার সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “শুরু থেকেই আমাদের সম্পর্ক খুব ভালো। বিশ্বাস আছে, পারস্পরিক সম্মান আছে। লক্ষ্য বড়, প্রত্যাশাও তাই। তবে এটা দীর্ঘ পথের যাত্রা।” ক্লাবের পক্ষ থেকে আলাদা করে সমর্থনের প্রয়োজন আছে কি না, এই প্রশ্নে তার জবাব ছিল পরিষ্কার ‘না’। মৌসুমের শুরুতে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয় পেলেও নভেম্বরে টানা তিন ড্র ও সেল্তার কাছে হার রিয়ালকে ছিটকে দেয় শীর্ষস্থান থেকে। এই মুহূর্তে বার্সেলোনার থেকে তারা চার পয়েন্ট পিছিয়ে।
“রিয়াল মাদ্রিদে আমরা সবকিছু জিততেই নামি,” বলেন আলোনসো। “শেষ লক্ষ্য কী, সেটা সবাই জানে। কিন্তু কীভাবে সেখানে পৌঁছাব সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সভাপতি থেকে খেলোয়াড়- সবাই একসাথে আছি, এতে কোনো সন্দেহ নেই।” এখনই দলের পারফরম্যান্সের নম্বর দিতে রাজি নন কোচ। তার ভাষায়, “বছরের শেষে হিসাব করা হয়।”
চোট সমস্যা অবশ্য এখনও ভাবনায় রাখছে মাদ্রিদ শিবিরকে, বিশেষ করে রক্ষণভাগে। তবে স্বস্তির খবর এদুয়ার্দো কামাভিঙ্গা, দাভিদ আলাবা ও ফেরলাঁ মেন্ডি শুক্রবার অনুশীলনে ফিরেছেন। আলোনসো জানান, শনিবার সকালের সেশন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভিনিসিয়ুস জুনিয়রের গোল খরাও তাকে ভাবাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে গোল না পেলেও আলোনসোর আস্থা অটুট। “আমরা ভিনির সঙ্গে কথা বলছি, কাজ করছি। এগুলো সময়ের ব্যাপার। সে খুব কাছাকাছি আছে। আমি নিশ্চিত, গোল আসবেই, হয়তো কালই।”

