২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বড় বার্তাই দিল ভারত। সহ-অধিনায়ক শুভমান গিলকে বাইরে রেখে নতুন ভারসাম্যের দিকে হাঁটল নির্বাচকরা। দলে জায়গা হয়নি জিতেশ শর্মারও। বরং শেষ পর্যন্ত ভরসা রাখা হয়েছে রিঙ্কু সিং ও ঈশান কিশানের ওপর। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
এই ১৫ সদস্যের দলই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। অর্থাৎ বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে সিরিজটিকে।
বিজ্ঞাপন
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই ২০২৬ বিশ্বকাপে নামবে ভারত। ২০২৪ আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার সেই সাফল্য ধরে রাখার লক্ষ্যেই দল সাজানো হয়েছে যেখানে অভিজ্ঞতা ও আগ্রাসী ম্যাচ-ফিনিশারের মিশেল স্পষ্ট।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলে রয়েছেন তরুণ মারকুটে ব্যাটার অভিষেক শর্মা, তিলক ভার্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। বোলিং আক্রমণে আছেন জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, সঙ্গে স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো অস্ত্র। উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগ করে নেবেন সঞ্জু স্যামসন ও ঈশান কিশান।
ভারতের ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তি, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিশান (উইকেটকিপার)

