এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে টানা দুইবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখছিল যুবারা। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়।
দুবাইয়ে ভেজা মাঠের কারণে ম্যাচটি ২৭ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায়। জবাবে পাকিস্তান ১৬.৩ ওভারে লক্ষ্য পূরণ করে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয়।
বিজ্ঞাপন
বাংলাদেশের শুরুটা ছিল খুবই খারাপ। দলীয় ২৪ রানের মধ্যেই দুই ওপেনার রিফাত বেগ (১৪) ও জাওয়াদ আবরার (৯) আউট হয়ে যান। অধিনায়ক আজিজুল হাকিম তামিম কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ২০ রানের বেশি করতে পারেননি।
একপ্রান্তে কিছুটা প্রতিরোধ গড়েন ছাইমুন বসির রাতুল। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন। তবে তার বাইরে আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে আব্দুল সুবহান দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪টি উইকেট নেন। হুজাইফা আহসান নেন ২টি উইকেট।
রান তাড়ায় প্রথম ওভারেই একটি উইকেট হারালেও বড় কোনো বিপদে পড়েনি পাকিস্তান। ওপেনার সামীর মিনহাজ অপরাজিত থেকে ৫৭ বলে ৬৯ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান। উসমান খান করেন ২৭ রান, আর আহমেদ হুসেইন ১১ রানে অপরাজিত থাকেন।
বিজ্ঞাপন
এই জয়ের ফলে পাকিস্তান ফাইনালে উঠেছে। রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। চলতি বছর বড়দের পর এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দেখা যাবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
এমএইচআর

