দোহার লুসাইল স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে জর্ডানকে অতিরিক্ত সময়ে ৩–২ গোলে হারিয়ে ২০২৫ ফিফা আরব কাপের শিরোপা জিতেছে মরক্কো। কাতার আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা নামল রুদ্ধশ্বাস এক ম্যাচের মধ্য দিয়ে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় মরক্কো। দূরপাল্লা থেকে উসমা তানানের দুর্দান্ত শট তাদের আধিপত্যেরই প্রতিফলন। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় জর্ডান। আলি ওলওয়ান টানা দুই গোল করে দলকে প্রথম আঞ্চলিক শিরোপার স্বপ্ন দেখান।
বিজ্ঞাপন
শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় মরক্কো। ৮৮তম মিনিটে আবদেররাজ্জাক হামদাল্লাহ সমতায় ফেরান ম্যাচ। অতিরিক্ত সময়ে সেই হামদাল্লাহই ১০০তম মিনিটে জয়সূচক গোল করে মরক্কোর শিরোপা নিশ্চিত করেন।
টুর্নামেন্টের শেষ ম্যাচটি দেখতে লুসাইল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ফাইনাল উপলক্ষে দর্শকে পূর্ণ ছিল স্টেডিয়াম।
ফিফা আরব কাপ ২০২৫ লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি বলেন, “ফিফা আরব কাপ আমাদের অঞ্চলের সেরা দিকগুলোকে তুলে ধরে। ফুটবলের প্রতি আমাদের আবেগ, অভিন্ন পরিচয়, সমৃদ্ধ ও অতিথিপরায়ণ সংস্কৃতি এবং বৈশ্বিক মঞ্চে একসঙ্গে দাঁড়ানোর সক্ষমতা।”
তিনি আরও বলেন, “এই টুর্নামেন্ট অঞ্চলজুড়ে প্রতিভা ও দক্ষতার গভীরতাও তুলে ধরেছে, খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছে।”
বিজ্ঞাপন
“আমরা গর্বিত যে এমন একটি আয়োজন উপহার দিতে পেরেছি, যা পুরো আরব বিশ্বের,” যোগ করেন তিনি।
এর ধারাবাহিকতায় কাতার ২০২৯ ও ২০৩৩ সালের ফিফা আরব কাপও আয়োজন করবে। বিশ্বমানের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে কাতারের অসাধারণ সাংগঠনিক সক্ষমতার ওপরই ভরসা রাখছে ফিফা।

