শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কনওয়ের দ্বিশতকে কিউইদের রানপাহাড়, লড়ছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

কনওয়ের দ্বিশতকে কিউইদের রানপাহাড়, লড়ছে ক্যারিবীয়রা

আগের দিন গড়ে দেওয়া ভিতের ওপর ভর করে ডেভন কনওয়ের দ্বিশতকের পর রাচিন রবীন্দ্রর ফিফটিতে রান পাহাড়ে উঠেছিল নিউ জিল্যান্ড। জবাবে সিরিজ বাঁচানোর ম্যাচে দুই ওপেনারের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে শতরানের জুটি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৬৫ রানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা।


বিজ্ঞাপন


১৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা কনওয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে করেন ২২৭ রান। বাঁহাতি এই ওপেনার ৩১টি চারে তার ৩৬৭ বলের ইনিংসটি সাজান।

অধিনায়ক টম ল্যাথাম ও কনওয়ের  ৩২৩ রানের রেকর্ড উদ্বোধনী জুটি ভাঙা পেসার কেমার রোচকে নিয়ে দিনের শুরুতে দুঃসংবাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে এদিন বোলিংয়ে নামতে পারেননি তিনি।

১ উইকেটে ৩৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকরা চতুর্থ ওভারে হারায় নাইট ওয়াচম্যান জ্যাকব ডাফিকে (১৭)। দারুণ ব্যাটিংয়ে ৩১৬ বলে দ্বিশতক পূর্ণ করেন কনওয়ে। কেইন উইলিয়ামসনের সঙ্গে জুটিটাও জমে উঠেছিল বেশ। কিন্তু উইলিয়ামসনকে (৩১) কট বিহাইন্ড করিয়ে ৬৯ রানের এই জুটি ভাঙেন জাস্টিন গ্রিভস। খানিকবাদে কনওয়েকেও ফেরান ডানহাতি এই পেসার।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রের দিকে নিতে থাকেন রবীন্দ্র। ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে বাঁহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭২ রানে। দুটি করে উইকেট নেন জেইডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও গ্রিভস।


বিজ্ঞাপন


বে ওভালের প্রাণহীন পিচে ওয়েস্ট ইন্ডিজকে আগ্রাসী শুরু এনে দেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। দশম ওভারে দলের খাতায় ৫০ রান যোগ করেন এই দুই ব্যাটার। পেসাররা তেমন কোনো ভীতি ছড়াতে না পারায় স্বাচ্ছন্দে রান তুলতে থাকেন তারা। ৬৩ বলে ফিফটি তুলে নেন কিং। ডানহাতি এই ব্যাটার ৫৫ এবং ক্যাম্পবেল ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর