শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হেডের দাপুটে শতকে বিশাল লিড অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

হেডের দাপুটে শতকে বিশাল লিড অস্ট্রেলিয়ার

অ্যাডিলেড ওভালে তৃতীয় দিনের প্রথমার্ধে কয়েকবার মনে হয়েছিল, ইংল্যান্ড হয়তো এখনও অ্যাশেজে টিকে থাকার মতো কিছু একটা করতে পারে। কিন্তু নিজের ঘরের মাঠে ট্রাভিস হেডের শতক সব হিসাব পাল্টে দিল। অস্ট্রেলিয়া এগিয়ে গেল ৩৫৬ রানে, যা এই সপ্তাহান্তেই কোনো এক সময় নিশ্চিতভাবে ৩–০ ব্যবধানে অ্যাশেজ ধরে রাখার পথে নিয়ে যাবে।

বেন স্টোকস ও জোফরা আর্চারের ব্যাটে দিনের শুরুতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ইনিংসের ব্যবধান একশর নিচে আনতে পেরেছিল ইংল্যান্ড। তবে ট্র্যাভিস হেডের দুর্দান্ত শতক ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে বড় লক্ষ্য দেওয়ার পথে এগুচ্ছে স্বাগতিকরা। অ্যাশেজ নিজেদের করে নেওয়ার ম্যাচে এখন পর্যন্ত ৩৫৬ রানে এগিয়ে আছে প্যাট কামিন্সের দল।


বিজ্ঞাপন


শুক্রবার অ্যাডিলেইডে সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। হেড ১৪২ ও ক্যারি ৫২ রান নিয়ে ক্রিজে আছেন। পঞ্চম উইকেটে এই দুই বাঁহাতি এখন পর্যন্ত ১২২ রান যোগ করেছেন।  

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ৮৩ রান স্টোকসের বিদায়ের পর ২৮৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ইংল্যান্ড।

এর আগে ৮ উইকেটে ২১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশরা। ১৫৯ বলে ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির ফিফটি হাঁকান স্টোকস। বাঁহাতি এই ব্যাটারের আগের সবচেয়ে ধীরগতির অর্ধশতটি ছিল ১৫২ বলে, ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

নবম উইকেটে আর্চারকে নিয়ে ইংলিশ অধিনায়ক গড়েন শতরানের জুটি। চলতি সিরিজে এটি ইংল্যান্ডের দ্বিতীয় শতরানের জুটি। ৯৭ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন আর্চার। এরপর দারুণ এক ডেলিভারিতে স্টোকসকে বোল্ড করে ১০৬ রানের এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ৫১ রান করা আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন স্কট বোল্যান্ড। ৩টি করে উইকেট নেন বোল্যান্ড ও প্যাট কামিন্স।


বিজ্ঞাপন


৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া শুরুতেই হারায় জেইক ওয়েদারল্ডের (১) উইকেট। ক্রিজে থিঁতু হলেও ইনিংস বড় করতে পারেননি মার্নাস লাবুশেন (১৩)। ৫৩ রানে ২ উইকেট হারানোর পর উসমান খাজাকে নিয়ে দলের হাল ধরেন হেড। তবে ৪০ রান করা খাজাকে কট বিহাইন্ড করিয়ে ৮৬ রানের এই জুটি ভাঙেন উইল জ্যাকস। আবারও ব্যর্থ হয়ে দ্রুত সাজঘরের পথ দেখেন ক্যামেরন গ্রিন (৭)। পরপর দুই ওভারে এই দুই ব্যাটারকে হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন হেড ও ক্যারি।

বোলারদের কোনো সুযোগ না দিয়ে লিড বাড়াতে থাকেন তারা। অবশ্য ব্যক্তিগত ৯৯ রানে থাকা হেডকে ফেরানোর সুযোগ এসেছিল ইংল্যান্ডের। কিন্তু এই ওপেনারের নিচু ক্যাচ গালিতে তালুবন্দি করতে ব্যর্থ হন হ্যারি ব্রুক।

পরের ওভারে ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি পূর্ণ করেন হেড। ঘরের মাঠ অ্যাডিলেইড ওভালে টানা চতুর্থ টেস্টে শতকের দেখা পেলেন তিনি, আর সিরিজে দ্বিতীয়বারের মতো। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি স্পর্শ করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্যারি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর