শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

চোর নিয়ে গেল পাকিস্তানি তারকার ৯০ হাজারের খাসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২২, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

বছর ঘুরে আবারও এসেছে কোরবানির ঈদ। প্রতি বছর যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানিতে শরীক হন ক্রিকেটাররাও। তবে কোরবানির জন্য সাধ করে কেনা পশু যদি চুরি হয়ে যায়, ঈদের আনন্দই হয়ে যায় মাটি। তেমনটাই হয়েছে সাবেক পাকিস্তান উইকেটরক্ষক কামরান আকমলের সঙ্গে।   

৯০ হাজার রুপি খরচ করে খাসি কিনেছিলেন তিনি। অথচ ঈদের কয়েকদিন আগে সেই খাসি চুরি হয়ে গেল তার বাড়ির সামনে থেকেই।  


বিজ্ঞাপন


কামরান আকমলের বাসা পাকিস্তানের লাহোরে। একদিন আগে ছয়টি খাসি কিনেছিলেন তিনি। লাহোরে নিজের হাউজিং সোসাইটিতে খাসিগুলো রেখেছিলেন। কামরান আকমলের বাবা জানিয়েছেন, খাসিগুলো দেখে রাখার জন্য বাড়ির একজন কাজের লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে সেই ব্যক্তি মাঝরাতে ঘুমিয়ে পড়ে। এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করেনি চোর। আনুমানিক রাত ৩টার দিকে ছয়টি খাসির মধ্যে ‘সেরা’ খাসিটি চুরি হয়ে যায়, যার মূল্য ছিল ৯০ হাজার পাকিস্তানি রুপি।

হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে চুরির বিষয়ে অবহিত করা হলে তারা খাসি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ ২০১৭ সালে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছিলেন কামরান। এরপর আর নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটার।  


বিজ্ঞাপন


এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর