ফুটবলপ্রেমীদের জন্য দারুণ সুখবর। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মূল ট্রফি বাংলাদেশে আসছে। আগামী ১৪ জানুয়ারি ট্রফিটি ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। বিশ্বব্যাপী আয়োজন ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলা-এর অংশ হিসেবে জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোকাকোলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এবারের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি দেশে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১১ জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই। এই আসরে অংশ নেবে ৪৮টি দেশ। বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটি ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫টি শহর ঘুরে দেখানো হবে। প্রায় ১৫০ দিনের এই সফরে বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত একবারের জন্য হলেও ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকাকোলা চালু করেছে একটি বিশেষ প্রোমো ক্যাম্পেইন ‘আন্ডার দ্য ক্যাপ’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে এক লিটার কোকাকোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে।
এরপর ক্যাপের নিচে থাকা ইউনিক কোড দিয়ে একটি অনলাইন কুইজে অংশ নিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। এই অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার টিকিট জেতার সুযোগ থাকছে।
কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে আমরা ভক্তদের খেলাটির আরও কাছাকাছি নিয়ে আসতে পারছি। এই ট্যুর ফুটবলের আবেগ ও উত্তেজনা সরাসরি অনুভব করার একটি বিশেষ সুযোগ।”
এর আগেও ২০০২ জাপান-কোরিয়া, ২০১৪ ব্রাজিল এবং সর্বশেষ কাতার বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসেছিল। ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে।

