ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি বোটাফোগো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ব্রাজিল জাতীয় দলের কোচিং প্যানেলে বাবার সঙ্গে কাজ করেছিলেন ডেভিড আনচেলত্তি। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে তিনি ব্রাজিলের ক্লাব বোটাফোগোর প্রধান কোচ হিসেবে যোগ দেন। এই ক্লাব দিয়েই প্রথমবারের মতো পেশাদার কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি।
বিজ্ঞাপন
ব্রাজিলের গণমাধ্যমের খবরে জানা গেছে, ক্লাবের ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করার সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন ডেভিড আনচেলত্তি। তিনি চেয়েছিলেন পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে কাজ চালিয়ে যাবে। তবে ক্লাব কর্তৃপক্ষ তার এই শর্তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
ডেভিড আনচেলত্তির অধীনে বোটাফোগো ৩২ ম্যাচে ১৪টি জয়, ১১টি ড্র ও ৭টি হার পায়। পুরো মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে শেষ করে দলটি।
এক বিবৃতিতে বোটাফোগো জানায়, ডেভিড আনচেলত্তির সঙ্গে ক্লাব ছাড়ছেন ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরা এবং সহকারী কোচ লুইস তেভেনেত ও অ্যান্ড্রু ম্যাঙ্গান। কোচ হিসেবে দায়িত্ব পালনকালে তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য ডেভিড আনচেলত্তিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে ক্লাবটি।

