মেজর লিগ সকার (এমএলএস) জয়ের পর দারুণ সময় পার করছে ইন্টার মিয়ামি। এক সপ্তাহ আগে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রেগুইলনের মিয়ামিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরই মধ্যে আরও সুখবর পেয়েছে ক্লাবটি। ২০২৬ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতেই থাকছেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
স্পেনের দুই অভিজ্ঞ তারকা জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের বিদায়ের ঘোষণার পর সুয়ারেজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ইন্টার মিয়ামির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তির মাধ্যমে আপাতত উরুগুয়েতে ফিরে যাওয়া হচ্ছে না ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকারের।
বিজ্ঞাপন
মৌসুমের শেষ দিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে ন্যাশভিল ও সিনসিনাটির বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন সুয়ারেজ। পরে সেমিফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন। ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনালে খেলতে না পারলেও ইন্টার মিয়ামির সফল মৌসুমে বড় ভূমিকা ছিল তার।
চলতি মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। এর মধ্যে ৪৭টি ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। করেছেন ১৭টি গোল এবং সমান ১৭টি অ্যাসিস্ট। আগের মৌসুমে তিনি করেছিলেন ৪৩টি গোল ও ২৬টি অ্যাসিস্ট, যেখানে লিওনেল মেসির পর ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।
এর মধ্যে গুঞ্জন ছিল জার্মানির তারকা স্ট্রাইকার টিমো ভার্নার ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন। তবে সুয়ারেজের নতুন চুক্তির পর আপাতত চেজ স্টেডিয়ামে ভার্নারকে দেখা যাওয়ার সম্ভাবনা কমে গেছে।
সব মিলিয়ে মেসি-সুয়ারেজ জুটিকে ঘিরে আরও কিছুদিন আনন্দে ভাসতেই পারে ইন্টার মিয়ামি সমর্থকরা।

