শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আজ (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, বাংলাদেশ দল ২ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে এই সূচি এখনও চূড়ান্ত হয়নি। আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এর আগেই এক সপ্তাহের বেশি সময় আগে ভারতে গিয়ে বিশ্রাম ও প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।


বিজ্ঞাপন


বিশ্বকাপের আগে ক্রিকেটারদের সূচি বেশ ব্যস্ত। প্রায় এক মাস ধরে চলবে বিপিএল। এই টুর্নামেন্টকেই বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতির জায়গা হিসেবে দেখা হচ্ছে। বিপিএল শেষে বিশ্বকাপে যাওয়ার আগে দেশে ২–৩ দিনের ছোট ক্যাম্প করার পরিকল্পনাও আছে বলে জানান ফাহিম।

ক্রিকেট অপারেশন্স কমিটির সদস্য শাহরিয়ার নাফীস বলেন, বিপিএলের সময় জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড দেখভালের জন্য একজন ফিজিও সবসময় কাজ করবেন। কোনো খেলোয়াড়ের চাপ বেশি হলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা হবে।

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো— ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড, ১৭ ফেব্রুয়ারি নেপাল

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর