আইপিএল নিলামে রেকর্ড দামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রেকর্ড দামে দল পাওয়ার পর থেকেই আলোচনা চলছিল, পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না ফিজ। এবার সেই প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, মুস্তাফিজকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। তবে মাঝপথে ৮ দিনের জন্য দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলতে হবে তাকে।
বিজ্ঞাপন
ফাহিম বলেন,“মুস্তাফিজকে আমরা পুরো আইপিএলের জন্য এনওসি দিয়েছি। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ খেলতে সে দেশে ফিরবে।”
এই সময় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও ওই ম্যাচগুলোতে মুস্তাফিজকে পাওয়া যাবে না।
উল্লেখ্য, আইপিএলের নিলামে তুমুল প্রতিযোগিতার পর ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে (বাংলাদেশি টাকায় ১২ কোটির বেশি) মোস্তাফিজকে দলে নিয়েছে তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
আগামী ১৫ মার্চ শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে আইপিএলের এবারের আসর। টুর্নামেন্টের শেষের দিকে এবং মে মাসের মাঝামাঝি সময়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের কারণেই মূলত মুস্তাফিজকে দেশে ফিরতে হবে।
বিজ্ঞাপন
ঘরের মাঠে সিরিজে মোস্তাফিজকে ছাড়া খেলার সুযোগ কেন নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে ফাহিম জানান, ওয়ানডে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ হওয়ায় ঝুঁকি নিতে চায় না বোর্ড।
তিনি বলেন, “বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আমাদের র্যাঙ্কিং খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন নিরাপদ অবস্থানে নেই, তাই এই জায়গায় কোনো ছাড় দিতে চাই না।”

