বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘গম বিক্রি করে টিকিট কেনা, আমার টাকা ফেরত চাই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

‘গম বিক্রি করে টিকিট কেনা, আমার টাকা ফেরত চাই’

লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ঘন কুয়াশার কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে টস পর্যন্ত করা যায়নি।

আম্পায়াররা মোট ছয় দফা মাঠ পরিদর্শন করেন। শেষ পর্যন্ত রাত ৯টা ২৫ মিনিটে খেলার অনুপযোগী পরিবেশের কথা জানিয়ে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন তারা। ফলে একটি বলও মাঠে গড়ায়নি।


বিজ্ঞাপন


ম্যাচ বাতিল হওয়ায় স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক চরম হতাশা প্রকাশ করেন। অনেক সমর্থক কোনো খেলা না দেখেই মাঠ ছাড়তে বাধ্য হন। ভারতের সংবাদ সংস্থা এএনআইকে এক সমর্থক বলেন, ‘আমি তিন বস্তা গম বিক্রি করে এই ম্যাচ দেখতে এসেছিলাম। এখন আমি আমার টাকা ফেরত চাই।’

আরেক সমর্থক বলেন, ‘ম্যাচটি যদি দিনের আগের দিকে আয়োজন করা হতো, তাহলে এমন পরিস্থিতি এড়ানো যেত। টিকিটের টাকা বড় বিষয় নয়, আমরা ভারতীয় দলকে খেলতে দেখতে চেয়েছিলাম।’

অন্য এক দর্শক হতাশ কণ্ঠে বলেন, ‘আমি পুরোপুরি ভেঙে পড়েছি।’

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর রিফান্ড নীতিমালা অনুযায়ী, কোনো ম্যাচ যদি একটি বলও না হওয়ার আগেই বাতিল বা পরিত্যক্ত হয়, তাহলে নির্ধারিত ফি কেটে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর