বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রেকর্ড কেড়ে নিলেন লায়ন, রাগে চেয়ার ছুড়তে চাইলেন ম্যাকগ্রা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

রেকর্ড কেড়ে নিলেন লায়ন, রাগে চেয়ার ছুড়তে চাইলেন ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ার হয়ে টানা ১৪ বছর ৭৩টি টেস্ট খেলেছেন নাথান লায়ন। চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর সেই দীর্ঘ যাত্রায় একবার বিরতি এসেছিল। ব্রিসবেন টেস্টে একাদশের বাইরে থাকলেও অ্যাডিলেড টেস্টে দুর্দান্তভাবে ফিরেছেন এই অভিজ্ঞ অফ স্পিনার। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে নিয়েই বাজিমাত করেন লায়ন। নিজের প্রথম ওভারেই তিনি নেন দুটি উইকেট। এই সাফল্যের মাধ্যমে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গায় উঠে যান তিনি।

ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটকে বোল্ড করার মাধ্যমে লায়নের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ৫৬৪। এতে তিনি পেছনে ফেলেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে, যিনি ২৪৩ ইনিংসে নিয়েছিলেন ৫৬৩ উইকেট। লায়ন এই মাইলফলকে পৌঁছান ১৬ ইনিংস বেশি খেলে। এখন তাঁর সামনে আছেন শুধু শেন ওয়ার্ন ৭০৮ উইকেট নিয়ে যিনি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা টেস্ট বোলার।


বিজ্ঞাপন


দীর্ঘ পাঁচ মাস ধরে লায়নের উইকেট সংখ্যা আটকে ছিল ৫৬২-এ। অস্ট্রেলিয়ার শেষ তিনটি টেস্টের মধ্যে দুটি খেলতে পারেননি তিনি। পিচের পরিস্থিতির কারণে নির্বাচকেরা তখন পুরোপুরি পেস আক্রমণকেই গুরুত্ব দিয়েছিলেন। এমনকি অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে লায়ন মাত্র দুই ওভার বল করার সুযোগ পান।

অ্যাডিলেডে দ্বিতীয় দিনের দশম ওভারে অধিনায়ক প্যাট কামিন্স লায়নের হাতে বল তুলে দেন। প্রথম উইকেটটি ছিল সহজ, অলি পোপ মিডউইকেটে ক্যাচ তুলে দেন। এই উইকেটেই ম্যাকগ্রার সঙ্গে সমতায় পৌঁছান লায়ন।

পরের উইকেটটি ছিল পুরোপুরি লায়নের জাদু। অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে বল করে তিনি বেন ডাকেটকে বিভ্রান্ত করেন। রক্ষণাত্মক শটে ব্যাট ছোঁয়নি বল, ঘুরে সরাসরি আঘাত করে অফ স্টাম্পে। উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা চলে যায় ধারাভাষ্য কক্ষে। সেখানে থাকা ম্যাকগ্রা মজা করে চেয়ারে বসেই ‘রাগ’ দেখান। তিনি যেন চেয়ার ছুড়ে ফেলবেন এমন ভঙ্গি করেন। এই দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

১৪০টি টেস্টে এখন পর্যন্ত লায়নের উইকেট ৫৬৪টি। টেস্ট ক্যারিয়ারে তিনি ২৪ বার পাঁচ উইকেট এবং ৫ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। এর আগেই লায়ন জানিয়েছিলেন, অন্তত ২০২৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাশেজ পর্যন্ত খেলতে চান তিনি। অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচিতে তিনি কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।


বিজ্ঞাপন


এদিকে ম্যাচের চিত্রও অস্ট্রেলিয়ার পক্ষে। দ্বিতীয় দিনের শুরুতে ৮ উইকেটে ৩২৬ রান নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকরা আরও ৪৫ রান যোগ করে। জবাবে ইংল্যান্ড চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। ইংল্যান্ডের টপ অর্ডার ভাঙার কাজ শুরু করেন অধিনায়ক প্যাট কামিন্স। তিনি প্রথমে জ্যাক ক্রলিকে এবং পরে জো রুটকে আউট করেন। 

টেস্ট ক্রিকেটে এই নিয়ে ১২ বার রুটকে আউট করলেন কামিন্স, এ কীর্তি আর কোনো বোলারের নেই। হ্যারি ব্রুকের উইকেট নেন ক্যামেরন গ্রিন। ৬৩ বলে ৪৫ রান করেন ব্রুক। সব মিলিয়ে, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে নাথান লায়নের রাজকীয় প্রত্যাবর্তনে দারুণ অবস্থানে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়া শীর্ষ পাঁচ বোলার

শেন ওয়ার্ন (৭০৮)
নাথান লায়ন (৫৬৪*)
গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)
মিচেল স্টার্ক (৪২০*)
ডেনিস লিলি (৩৫৫)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর