বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে আইপিএল খেলার সুযোগে ‘নতুন জীবন পেলেন’ তারকা এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

অবশেষে আইপিএল খেলার সুযোগে ‘নতুন জীবন পেলেন’ তারকা এই ক্রিকেটার

আইপিএল ২০২৬ এর আগে মিনি নিলামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ডাক পেয়ে আবেগে ভেসেছেন ভারতের ব্যাটার সরফরাজ খান। মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে নিজের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতেই তাঁকে দলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা সরফরাজ নিলামের কয়েক ঘণ্টা আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।

নিলামের শুরুতে অবিক্রীত থাকলেও শেষ পর্যন্ত সিএসকেই তাঁর ওপর আস্থা রাখে। নিলামে দলের ষষ্ঠ পছন্দ হিসেবে তাঁকে নেওয়া হয়। এরপরই ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানিয়ে সরফরাজ লেখেন, সিএসকে তাঁর ক্যারিয়ারে ‘নতুন জীবন’ দিয়েছে। সরফরাজ লিখেছেন, ‘আমাকে নতুন জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, সিএসকে।’


বিজ্ঞাপন


২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটাই ছিল আইপিএলে সরফরাজের শেষ উপস্থিতি। চলতি মৌসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ইনিংসে ২৫৬ রান করেছেন তিনি। গড় ৬৪.০০, স্ট্রাইক রেট ১৮২.৮৫।

এদিকে একই নিলামে ইতিহাস গড়েছেন আনক্যাপড ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীর। দুজনকেই ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে সিএসকে। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী আনক্যাপড খেলোয়াড় হিসেবে যৌথভাবে শীর্ষে তাঁরা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আকিল হোসেইনকে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে নেওয়া হয়েছে।

সিএসকে আরও দলে টেনেছে ম্যাট হেনরি ও রাহুল চাহারকে। নিলামের আগে বড় ট্রেডে ১৮ কোটি রুপিতে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে আনে চেন্নাই।

অন্যদিকে দল ছাড়তে হয়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে। দুজনই গেছেন রাজস্থান রয়্যালসে। শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকেও ছেড়ে দিয়েছে সিএসকে, এতে দলটির বাজেট থেকে ছাড় হয়েছে ১৩ কোটি রুপি। অধিনায়কত্বে রুতুরাজ গায়কোয়াড়, আর দলে এবারও আগের মতোই থাকছেন এমএস ধোনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর