বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপের আগে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের আগে নতুন ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার

আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ সংযোজন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক কোচ আর. শ্রীধর।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৫৫ বছর বয়সী শ্রীধরকে তিন মাসের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু বিশ্বকাপই নয়, পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজেও লঙ্কান দলের সঙ্গে কাজ করবেন তিনি।


বিজ্ঞাপন


শ্রীধরের জন্য শ্রীলঙ্কা দলের পরিবেশ নতুন নয়। চলতি বছর এর আগেই তিনি জাতীয় দলের জন্য ১০ দিনের একটি বিশেষায়িত ফিল্ডিং ক্যাম্প পরিচালনা করেছিলেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তাকে আনুষ্ঠানিকভাবে কোচিং স্টাফে যুক্ত করা হলো।

গত অক্টোবরে কোচিং কাঠামো আরও শক্তিশালী করতে শ্রীলঙ্কা দলে যোগ দেন পাওয়ার-হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড এবং স্পিন বোলিং কোচ রেনে ফের্দিনান্দস। প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়া।

বিশ্বকাপের আগে ফিল্ডিং উন্নত করাকে অগ্রাধিকার দিতেই অভিজ্ঞ শ্রীধরের ওপর ভরসা রাখছে শ্রীলঙ্কা ক্রিকেট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর