বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেয়া হলো সাবেক ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেয়া হলো সাবেক ক্রিকেটারকে

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন জাতীয় নির্বাচন কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেস বোলার প্রমোদ্যা উইক্রামাসিংহে। এই কমিটি পুরুষ ও নারী উভয় সিনিয়র দলের স্কোয়াড নির্বাচন করবে।

নতুন নির্বাচন কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার ভিনোথেন জন, ইন্দিকা ডি সারাম, রসাঞ্জলি ডি আলভিস এবং থারাঙ্গা পারানাভিতানা।


বিজ্ঞাপন


এর আগে উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন নির্বাচন কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে নতুন কমিটিতে কিছু ধারাবাহিকতা রয়েছে। কারণ পারানাভিতানা ও ডি সারাম আগের কমিটিতেও ছিলেন।

উইক্রামাসিংহে এর আগেও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত এই পদে ছিলেন। তবে ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কা পুরুষ দলের খারাপ পারফরম্যান্সের পর তাকে সরিয়ে দেওয়া হয়। এর আগে ২০১৩–২০১৫ সালে তিনি সানাথ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন একটি নির্বাচন কমিটিতেও কাজ করেছিলেন। বর্তমানে জয়াসুরিয়া শ্রীলঙ্কা দলের প্রধান কোচ।

নির্বাচন কমিটিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, এই প্রক্রিয়ায় বোর্ড জড়িত ছিল। শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী, এমন নিয়োগ ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়।

ডি সিলভা বলেন, “শ্রীলঙ্কা ক্রিকেট প্রায় দশজনের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠায়, সেখান থেকে তারা বেছে নেয়। এই নিয়োগের নির্দিষ্ট মেয়াদ নেই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তই দায়িত্ব থাকবে।”


বিজ্ঞাপন


তিনি আরও জানান, থারাঙ্গার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ স্বাভাবিকভাবেই শেষ হয়েছে এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তাদের মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত ছিল না। উল্লেখ্য, মাত্র তিন সপ্তাহ আগেই থারাঙ্গা ইঙ্গিত দিয়েছিলেন যে অধিনায়ক চরিথ আসালাঙ্কাকে বদলানো হতে পারে। এখন সেই সিদ্ধান্ত নেবে নতুন নির্বাচন কমিটি।

উল্লেখযোগ্য, এই পাঁচজন নির্বাচকই আন্তর্জাতিক পর্যায়ে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন। পারানাভিতানা ও ডি সারাম সাম্প্রতিক দশক পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেছেন। আর ভিনোথেন জন সবচেয়ে সিনিয়র সদস্য; তিনি শ্রীলঙ্কার হয়ে শেষ ম্যাচ খেলেছেন ১৯৮৭ সালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর