আইপিএল নিলামে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এত বেশি দামে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার বিক্রি হননি।
এই সুখবর শুনে খুশি হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে আনন্দের মাঝেই মজার ছলে একটি ‘শঙ্কার’ কথা জানিয়েছেন তিনি, মুস্তাফিজ নাকি এত টাকা পেয়েও ট্রিট দেবেন না!
বিজ্ঞাপন
বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন শান্ত। তার দল ‘অপরাজেয়’ হেরে যায় মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই মোস্তাফিজের আইপিএল নিলামের খবর পান শান্ত।
এ বিষয়ে তিনি বলেন, ‘শুনলাম। খুবই খুশি। কত (টাকায়) জানি না। (সাংবাদিকেরা জানানোর পর)...ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’ পাল্টা জানতে চাওয়া হয়, মোস্তাফিজের কাছে তিনি ‘ট্রিট’ চাইবেন কি না? নাজমুল বলেন, ‘চেষ্টা করব (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।’
পুরো দিনটাই যেন শান্ত কাটিয়েছেন হালকা মেজাজে। ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে মজা করে ‘কমিটির টিম’ বলাও ছিল তারই অংশ। ম্যাচ শেষে ফিজের ট্রিট নিয়ে সংশয় প্রকাশও সেই রসিকতার ধারাবাহিকতা।
এদিকে আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু তাকে নিতে শুরু হয় তুমুল লড়াই। সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স, দুই দলের মধ্যে কাড়াকাড়ির পর শেষ পর্যন্ত জয় পায় কলকাতা।

