কলকাতায় লিওনেল মেসির সফরকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্য সরাসরি মেসিকেই দায়ী করলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার। তাঁর দাবি, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা নিজের প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করেননি বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পৌঁছান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেখানে দুই ঘণ্টার একটি ফ্যান ইভেন্ট হবে। কিন্তু কোনো স্পষ্ট কারণ না জানিয়ে অনুষ্ঠানটি হঠাৎ করেই শেষ হয়ে যায়। ফলে হাজার হাজার টিকিট কাটা দর্শক মেসিকে ভালোভাবে দেখার সুযোগ পাননি।
বিজ্ঞাপন
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সমর্থকেরা। পরিস্থিতি একপর্যায়ে সহিংস হয়ে উঠলে কলকাতা পুলিশ আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে। তখন ঘটনার জন্য রাজনীতিক ও ভিআইপিদের অতিরিক্ত ভিড়কে দায়ী করা হয়।
তবে এসব ব্যাখ্যা মানতে নারাজ গাভাস্কার। স্পোর্টস্টারে লেখা এক কলামে তিনি বলেন, “যিনি নিজের প্রতিশ্রুতি রাখেননি, তাকে বাদ দিয়ে সবাইকে দোষ দেওয়া হয়েছে। চুক্তিতে কী লেখা ছিল, তা প্রকাশ্যে আসেনি। কিন্তু যদি এক ঘণ্টা থাকার কথা থেকে তিনি অনেক আগেই চলে যান, তাহলে দায়টা তার এবং তার সঙ্গে থাকা লোকজনেরই।”
নিরাপত্তা ঝুঁকির যুক্তিও উড়িয়ে দেন গাভাস্কার। তিনি লেখেন, “রাজনীতিক আর তথাকথিত ভিআইপিরা আশপাশে ছিলেন ঠিকই, কিন্তু মেসি বা তার দলের জন্য কোনো প্রকৃত নিরাপত্তা হুমকি ছিল না।”
এমনকি বিষয়টি সহজেই সামাল দেওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি। গাভাস্কার লেখেন, “তিনি যদি শুধু একটি পেনাল্টি শট নিতেন, তাহলেই চারপাশ ফাঁকা হয়ে যেত এবং দর্শকরা তাদের নায়ককে দেখতে পেত।”
বিজ্ঞাপন
৭৫ বছর বয়সী এই সাবেক অধিনায়ক আয়োজকদের পক্ষেও কথা বলেন। তিনি উল্লেখ করেন, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির অনুষ্ঠান কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। তাঁর ভাষায়, “অন্য জায়গাগুলোতে অনুষ্ঠান ভালো হয়েছে, কারণ সেখানে প্রতিশ্রুতি রাখা হয়েছিল।”
সবশেষে গাভাস্কার বলেন, “কলকাতার মানুষকে দোষ দেওয়ার আগে দেখা দরকার, দুই পক্ষই কি তাদের কথা রেখেছিল।”

