বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইতিহাস গড়ে কেকেআরে মুস্তাফিজ, যেমন হলো কলকাতার দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম

শেয়ার করুন:

ইতিহাস গড়ে কেকেআরে মুস্তাফিজ, যেমন হলো কলকাতার দল

আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শাহরুখ খানের মালিকানাধীন দলটি মুস্তাফিজকে কিনতে খরচ করেছে ৯ কোটি ২০ লাখ রুপি। যা আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি।

এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার–রুপির বর্তমান বিনিময় মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি। এদিকে মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে।


বিজ্ঞাপন


এর মাধ্যমে আইপিএলে নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন ফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন টাইগার এই পেসার। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোট ৭৭টি খেলোয়াড়ের জন্য প্রায় ৩৫০ জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত ছিল। নিলামে কেকেআর বেশ আক্রমণাত্মকভাবে টাকা খরচ করেছে।

নিলামে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাকে কিনতে ২৫ কোটি ২০ লাখ রুপি ব্যয় করেছে কলকাতা, যা তাকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় বানিয়েছে।


বিজ্ঞাপন


এ ছাড়া শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে দলে নিতে কেকেআর খরচ করেছে ১৮ কোটি রুপি।

সব মিলিয়ে তারকাবহুল দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স। দলে আছেন আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় তারকা। বিদেশিদের মধ্যে রয়েছেন সুনীল নারিন, রাচিন রবীন্দ্র ও রভম্যান পাওয়েল।

নিলাম শেষে যেমন হলো কলকাতার দল- আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, ডাকশ কামরা, রাচিন রবীন্দ্র ও আকাশ দীপ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর