ইন্টার মিয়ামির ‘স্বপ্নের দল’ আরও শক্তিশালী হলো। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের দলে এবার যোগ দিলেন ইউরোপের অভিজ্ঞ লেফটব্যাক সের্হিও রেগিলোন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এই স্প্যানিশ ডিফেন্ডারকে সোমবার আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি।
ক্লাব জানায়, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মিয়ামির সঙ্গে চুক্তি করেছেন রেগিলোন। চাইলে এই চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো যাবে।
বিজ্ঞাপন
চুক্তি সইয়ের পর রেগিলোন বলেন, মিয়ামির উচ্চ লক্ষ্যই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। তার কথায়, “এটা খুবই উচ্চাভিলাষী একটি প্রকল্প। ক্লাবটি জিততে চায় এবং সামনে এগিয়ে যেতে চায়। এমন একটি দলের অংশ হতে চেয়েছি, যারা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে।”
২৮ বছর বয়সী এই লেফটব্যাক ইউরোপের বড় মঞ্চে বেশ অভিজ্ঞ। তিনি খেলেছেন লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টেও মাঠে নেমেছেন। এখন পর্যন্ত তার পেশাদার ম্যাচ সংখ্যা ২৬০টির বেশি।
রেগিলোন মূলত আক্রমণাত্মক মানসিকতার একজন ফুলব্যাক। উইং ধরে দ্রুত আক্রমণে ওঠা ও ভালো ক্রস দেওয়াই তার শক্তি। এতে মেসি-নির্ভর আক্রমণভাগ আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় হবে।
নিজের লক্ষ্য নিয়েও একদম পরিষ্কার রেগিলোন। তিনি বলেন, “আমি এখানে এসেছি জিততে। যে ট্রফিগুলো এখনো আমাদের নেই, সেগুলো জেতাই আমার লক্ষ্য। আমি এখানে সবকিছু জিততে চাই।”
বিজ্ঞাপন

