বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএল নিলামের রেকর্ড তছনছ করে কলকাতায় ক্যামেরন গ্রিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

আইপিএল নিলামের রেকর্ড তছনছ করে কলকাতায় ক্যামেরন গ্রিন

১৩৫৫ জন খেলোয়াড় এবারের মিনি আইপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাদ পড়েছেন প্রায় হাজারখানেক খেলোয়াড়। আজ (মঙ্গলবার) আবুধাবিতে ১০ দলে মোট ৭৭টি শূন্যস্থান পূরণ করতে নিলামে টেবিলে লড়বেন ৩৬৯ জন। ১০ দলের জন্য বিদেশি কোটায় ফাঁকা রয়েছে ৩১টি।


বিজ্ঞাপন


আইপিএল নিলাম এলেই আলোচনায় থাকে কে হতে যাচ্ছেন সবচেয়ে দামী খেলোয়াড়। গত মৌসুমে যেমন ঋষভ পান্ত আইপিএল ইতিহাসের রেকর্ড দাম ২৭ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যান। ২০২৫ সালের মেগা নিলামেই ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দল পান আইয়ার। প্রতি বছরের নিলামে অর্থের ঝনঝনানি প্রমাণ করে, কত দ্রুত বিকশিত হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

এবার ২০২৬ আইপিএলের মিনি নিলামের শুরুতেই ঝড় তুলেন অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিন। আজ হলোও তা, অজি তারকাকে নিয়ে দড়ি টানাটানি চলছিল কেকেআর, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের। শেষমেশ গত ১৮ বছরের  বিদেশিদের মধ্যে এবার সর্বোচ্চ দামে নিলামের রেকর্ড ভেঙে গ্রিনকে তুলে নিল কলকাতা।

নিলামের শুরুর আগে থেকেই গ্রিনের দর যে আকাশ ছোঁবে এমনই ইঙ্গিত ছিল। গ্রিনকে নিয়ে ঝড় ওঠে নিলামের শুরুতে। কেকেআরের ঝুলিতে সব থেকে বেশি টাকা ছিল। তারা যে গ্রিনকে নেওযার জন্য ঝাঁপাবে তা জানাই ছিল। একটা সময় পর্যন্ত কেকেআর ও রাজস্থানের মধ্যে লড়াই চলছিল। 

এরপর গ্রিনকে নেওয়ার দৌড়ে উৎসাহ দেখায় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত চেন্নাইর সাথে লড়াইকরে ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে ঘরে তুলে কলকাতা। 


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর