মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিসিবির বিশেষ দায়িত্ব থেকে সরানো হচ্ছে পাকিস্তানি অধিনায়ককে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

পিসিবির বিশেষ দায়িত্ব থেকে সরানো হচ্ছে পাকিস্তানি অধিনায়ককে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পাশাপাশি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন। তবে এখন সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি।

চলতি বছরের অক্টোবরে শান মাসুদকে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেটারদের ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এই পদে এসেছিলেন উসমান ওয়াহলার জায়গায়। ওয়াহলা পদত্যাগ করায় তাঁর শূন্যস্থান পূরণ করতে মাসুদকে দায়িত্ব দেওয়া হয়।


বিজ্ঞাপন


পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদকে এই দায়িত্ব দেওয়ার আগে দুই মাস ধরে মৌখিক আলোচনা চলেছিল। তবে সামনে মাসুদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় একসঙ্গে খেলোয়াড় ও বোর্ডের দায়িত্ব পালন করা তাঁর জন্য কঠিন হতে পারে। এই বিষয়টি এখন পিসিবি বিবেচনা করছে। 

এরই মধ্যে পিসিবি তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মাসুদকে দায়িত্ব দেওয়ার ঘোষণার পোস্টটি মুছে ফেলেছে। এতে জল্পনা আরও বেড়েছে যে তাঁকে দায়িত্ব থেকে সরানো হতে পারে।

মাসুদকে সরানো হলে তাঁর জায়গায় কে আসবেন, তা এখনো জানা যায়নি। একই সঙ্গে উসমান ওয়াহলা ভবিষ্যতে কোন দায়িত্বে থাকবেন, সেটিও পরিষ্কার করেনি পিসিবি।

এই পরামর্শকের মূল কাজ হলো পাকিস্তান জাতীয় দলের হোম ও অ্যাওয়ে সিরিজের সূচি তৈরি। পাকিস্তান শাহিনস দল, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৬ ও ইমার্জিং দলের ম্যাচ আয়োজন। আন্তর্জাতিক সূচি ও পরিকল্পনা বাস্তবায়ন।


বিজ্ঞাপন


২০২৩ সালের নভেম্বরে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হন শান মাসুদ। তিনি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। সাদা বলের তুলনায় তিনি এখন মূলত টেস্ট ক্রিকেটেই নিয়মিত খেলছেন।

টি-টোয়েন্টিতে তাঁর সর্বশেষ ম্যাচ ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে সবশেষ খেলেছেন ২০২৩ সালের ৭ মে, করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর