মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জানা গেল ২০২৬ আইপিএল শুরুর সময়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পিএম

শেয়ার করুন:

জানা গেল ২০২৬ আইপিএল শুরুর সময়

২০২৬ সালের আইপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ মার্চ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হতে পারে ৩১ মে। সব মিলিয়ে আগের মতোই আইপিএল দুই মাসের একটু বেশি সময় ধরে চলতে পারে।

তবে উদ্বোধনী ম্যাচ কোথায় হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে আর কোনো ম্যাচ আয়োজন করা হয়নি।


বিজ্ঞাপন


এদিকে আইপিএল মিনি-নিলাম ঘিরে আগ্রহ আরও বেড়েছে। নতুন করে নিলামের তালিকায় যোগ হয়েছেন ১৯ জন ক্রিকেটার। এই তালিকায় বেশ কয়েকজন পরিচিত মুখও রয়েছেন।

এর মধ্যে আলোচিত নাম বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তিনি ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেও এখনও অভিষেক হয়নি। তাই নিলামে তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা আগ্রহ দেখাবে, সেটাই দেখার বিষয়।

আজ (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হবে আইপিএল মিনি-নিলাম। নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটার অংশ নেবেন। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গঠন করতে পারবে। সব মিলিয়ে নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।

নিলামে সবচেয়ে বেশি নজর থাকবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দিকে। তাকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই লড়াই নিলামের বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর