সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ বাতিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ বাতিল

আর্জেন্টাইন ফুটবলের সুপারস্টার লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আজ (১৫ ডিসেম্বর) নয়াদিল্লিতে আসার কথা। কিন্তু শেষ মুহূর্তে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক বাতিল হয়ে গেছে।

মেসির তিন দিনের এই সফরের প্রথম দিন কলকাতায় গিয়েছিলেন। সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিতে কিছু বিশৃঙ্খলা হয়, অনেক ভক্ত রেগে গিয়ে চেয়ার-বোতল ছুড়ে মারেন। পরে হায়দরাবাদ আর মুম্বাইয়ে তার অনুষ্ঠানগুলো ভালোভাবে হয়েছে।


বিজ্ঞাপন


দিল্লিতে মেসির সঙ্গে মোদির দেখা হওয়ার কথা ছিল। এজন্য ২১ মিনিটের একটা বিশেষ সময়সূচিও তৈরি করা হয়েছিল। কিন্তু বৈঠকের আগের দিনই সেটা বাতিল করা হয়। কারণ, প্রধানমন্ত্রী মোদি আজ থেকে চার দিনের সফরে জর্ডান, ইথিওপিয়া আর ওমান যাচ্ছেন। সেখানে ভারতের সঙ্গে ওই দেশগুলোর সম্পর্ক নিয়ে কথা বলবেন।

মোদির সঙ্গে দেখা না হলেও দিল্লিতে মেসির দিনটা ব্যস্ত থাকবে। তিনি ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আর প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে পারেন।

দিল্লির অনুষ্ঠান হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে। তিনি একটা কোচিং সেশন চালাবেন আর মিনার্ভা একাডেমির ছোট ফুটবলারদের সঙ্গে সময় কাটাবেন। এই একাডেমির ছেলেরা এ বছর ইউরোপে তিনটা যুব টুর্নামেন্ট জিতেছে।

এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতে মেসির তিন দিনের সফর শেষ হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর