রাতে লা লিগায় এক কঠিন ম্যাচে দিপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ সম্প্রতি দলের ফর্ম ভালো না থাকায় কোচ জাবি আলোনসোর ওপর অনেক চাপ ছিলো। হারলে বা ড্র করলে হয়তো তাঁর চাকরি নিয়ে আরও বড় প্রশ্ন উঠতো। কিন্তু ছেলেরা লড়াই করে জয় তুলে নিয়ে কোচকে আপাতত রক্ষা করলো!
ম্যাচের শুরুটা দারুণ হয় রিয়ালের জন্য। ২৪ মিনিটে কিলিয়ান এমবাপে তাঁর অসাধারণ গতি আর নৈপুণ্য দেখিয়ে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন। জুড বেলিংহামের সুন্দর পাস থেকে দ্রুত ছুটে গিয়ে ডান কোণে নিখুঁত শটে। এই গোলটা তাঁর চলতি লা লিগা মৌসুমের ১৬তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোল সংখ্যা এরই মধ্যে ২৫-২৭ ছুঁয়েছে। হাঁটুর চোট সারিয়ে ফিরেই তিনি হয়ে উঠলেন দলের বড় ভরসা।
বিজ্ঞাপন
প্রথমার্ধে আরও কিছু সুযোগ আসে, কিন্তু গোল হয় না। বেলিংহামের একটা গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। আলাভেসও কয়েকবার আক্রমণ করে, কিন্তু গোলকিপার থিবো কোর্তোয়া দুর্দান্ত সেভ করে দলকে বাঁচান।
বিরতির পরও রিয়ালের আধিপত্য থাকে। এমবাপে আর ভিনিসিয়ুসের শট ঠেকান আলাভেসের গোলরক্ষক। কিন্তু ৬৮ মিনিটে ভুলের মাশুল দিতে হয়, কার্লোস ভিসেন্তে গোলে সমতা ফেরান আলাভেসের জন্য। তখন মনে হচ্ছিল আবার পয়েন্ট হারানোর শঙ্কা!
তবে রিয়ালের উদ্ধারকর্তা হয়ে আসেন রদ্রিগো। লম্বা গোলখরার পর (প্রায় ৩২ ম্যাচ!) তিনি অবশেষে গোল পান। ভিনিসিয়ুসের দারুণ রান আর পাস থেকে ছয় গজের ভেতর থেকে সহজেই গোল করে রদ্রিগো জয়সূচক গোলটা এনে দেন।
রক্ষণে চোটের কারণে সমস্যা থাকলেও নতুন লেফট-ব্যাক ভিক্টর ভালদেপেনাস অভিষেকে ভালো খেলেন। শেষ দিকে একটা পেনাল্টির আবেদন না মেলায় হতাশা, কিন্তু নূন্যতম ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
বিজ্ঞাপন
এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে ৪-এ নেমেছে। রিয়ালের পয়েন্ট এখন প্রায় ৩৯-৪০ এর কাছাকাছি।

