দুর্দান্ত বোলিংয়ে ভারতকে বড় রান করতে দেয়নি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তাই তুলনামূলক সহজ লক্ষ্য পেয়ে জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু ব্যাটিংয়ে চরম ব্যর্থতায় সেই স্বপ্ন ভেঙে যায়। ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান।
রোববার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৯০ রানে হারায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। টস হেরে আগে ব্যাট করে ভারত করে ২৪০ রান। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে।
বিজ্ঞাপন
পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল ভারতের যুবারা। ম্যাচের শুরুতেই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দেখা যায়। টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি।
ব্যাট হাতে ও বল হাতে দারুণ পারফরম্যান্স করে ম্যাচের পার্থক্য গড়ে দেন কনিষ্ক চৌহান। সাত নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৪৬ বলে ৪৬ রান করেন। পরে বল হাতে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন এই তরুণ অফ স্পিনার।
ভারতের শুরুটা ভালো হয়নি। ওপেনার বৈভব সুরিয়াবংশী মাত্র ৫ রান করে আউট হন। অন্য ওপেনার আয়ুশ ঝড়ো শুরু করলেও ২৫ বলে ৩৮ রান করে ফিরে যান। তিন নম্বরে নেমে অ্যারন জর্জ খেলেন দুর্দান্ত ইনিংস। তিনি করেন ম্যাচের সর্বোচ্চ ৮৮ রান। এরপর কনিষ্কের কার্যকর ইনিংসে ভারত পৌঁছায় ২৪০ রানে।
পাকিস্তানের হয়ে বল হাতে ভালো করেন মোহাম্মদ সায়াম ও আব্দুল সুবহান। দুজনেই নেন ৩টি করে উইকেট।
বিজ্ঞাপন
রান তাড়ায় পাকিস্তান শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের বেশি রান করতে পারেন। হুজাইফ আহসান সর্বোচ্চ ৭০ রান করেন। এছাড়া উসমান খান করেন ১৬ এবং ফারহান ইউসুফ করেন ২৩ রান।
ভারতের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন কনিষ্ক চৌহান ও দিপেশ দেবেন্দ্র। কনিষ্ক নেন ৩ উইকেট, আর দিপেশ মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

