সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজয় দিবসে ২২ গজে নামতে যাচ্ছেন নান্নু-সুজনরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

বিজয় দিবসে ২২ গজে নামতে যাচ্ছেন নান্নু-সুজনরা
ছবি সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে এবারও বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবছরের মতো এবারও সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এই প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচটিতে রণাঙ্গনের দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাক-এর নামে গঠিত দুইটি দল অংশ নেবে। ইতোমধ্যেই দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


‘হোম অব ক্রিকেট’ হিসেবে পরিচিত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবসের সকালে, সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে।

এই বিশেষ ম্যাচটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী। বিজয় দিবসের আনন্দকে আরও রঙিন করে তুলতে এই ম্যাচটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক বিশেষ আয়োজন।

একনজরে দুই দলের স্কোয়াড

শহীদ জুয়েল একাদশ : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন ম্নির, এনামুল হক মণি, রকিবুল হাসান।


বিজ্ঞাপন


শহীদ মুশতাক একাদশ : হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম, জামাল বাবু।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর