সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিপিএল মাতাতে নেপালের তারকা ক্রিকেটারকে দলে টানল রাজশাহী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

বিপিএল মাতাতে নেপালের তারকা ক্রিকেটারকে দলে টানল রাজশাহী

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন নেপালের তারকা লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ জনপ্রিয় এই স্পিনারকে এবার দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে।

অনেক দিন ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত নাম লামিচানে। তার লেগ স্পিনে বিশ্বের নামকরা ব্যাটাররাও বিপাকে পড়েন। আইপিএল ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বিগ ব্যাশ লিগ এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আগেই নিজের সামর্থ্য দেখিয়েছেন এই নেপালি স্পিনার।


বিজ্ঞাপন


নেপালের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটেই নিয়মিত খেলেন ২৫ বছর বয়সী লামিচানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮ ইনিংসে তিনি নিয়েছেন ১২৯টি উইকেট। তার বোলিং গড় মাত্র ১২.১৪ এবং ইকোনমি রেট ৬.০৩, যা টি-টোয়েন্টি ক্রিকেটে সত্যিই অসাধারণ।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল নেপাল। সেই ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় লামিচানেকে। এবার সেই শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্সের হয়েই বিপিএলে খেলবেন তিনি। রাজশাহীর দলে শান্ত ছাড়াও আছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএলের নতুন মৌসুম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর