আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যেখানে ২০টি দল অংশ নেবে। ফাইনাল হবে ৮ মার্চ আহমেদাবাদে, তবে পাকিস্তান ফাইনালে উঠলে সেটা কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।
১১ ডিসেম্বর টিকিট বিক্রি শুরুর প্রচারণায় আইসিসি একটি পোস্টার প্রকাশ করেছে। সেখানে মাত্র পাঁচজন অধিনায়কের ছবি ব্যবহার করা হয়েছে: ভারতের সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এবং শ্রীলঙ্কার দাসুন শানাকা।
বিজ্ঞাপন
এই পাঁচ দলের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকা কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। অথচ ২০০৯ সালে পাকিস্তানই চ্যাম্পিয়ন হয়েছিল। পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘাকে এই পোস্টারে রাখা হয়নি। এতে ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে পিসিবির এক সূত্র জানিয়েছে, এশিয়া কাপের সময়ও একই ঘটনা ঘটেছিল—সেবার সম্প্রচারকেরা সালমানের নাম-ছবি বাদ দিয়ে প্রচারণা চালিয়েছিল। পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে সমাধান করা হয়। এবারও আইসিসির কাছে বিষয়টি জানানো হয়েছে। পিসিবি আশা করছে, ভবিষ্যতের প্রচারণায় পাকিস্তানের অধিনায়ককে অন্তর্ভুক্ত করা হবে।
টিকিটের দাম রাখা হয়েছে খুবই কম। ভারতে কিছু ম্যাচের সর্বনিম্ন টিকিট মাত্র ১০০ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১৩৫ টাকা), শ্রীলঙ্কায় ১০০০ লঙ্কান রুপি (প্রায় ৩৯৬ টাকা)। টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে টিকিটের দাম কম রাখায় লাখ লাখ দর্শকের স্টেডিয়ামে আসার সম্ভাবনা বেড়েছে।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইতালি। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তানের সব ম্যাচই শ্রীলঙ্কায়।

