রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি লিটন— ‘মৃত্যু কি আর চিন্তা থামিয়ে দিতে পারে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি লিটন— ‘মৃত্যু কি আর চিন্তা থামিয়ে দিতে পারে’

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এটি এক গভীর শোকের দিন। ১৯৭১ সালের এই দিনে, মহান বিজয়ের ঠিক আগমুহূর্তে, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের।

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ১৪ ডিসেম্বর রাতের আঁধারে তালিকা ধরে তাদের চোখ বেঁধে তুলে নেওয়া হয়। পরদিন সকালে মিরপুর ও রায়েরবাজারের ডোবা-নালা ও ইটভাটায় পাওয়া যায় তাদের বুলেটবিদ্ধ ও ক্ষতবিক্ষত মরদেহ।


বিজ্ঞাপন


বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, এই ভয়াবহ হত্যাযজ্ঞে শহীদ হন প্রায় এক হাজার ৭০ জন বুদ্ধিজীবী। জাতির ইতিহাসে এটি এক কলঙ্কজনক অধ্যায়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'যাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয়েছিল, মৃত্যু কি আর তাদের চিন্তা থামিয়ে দিতে পারে? সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা।' 

শহীদদের স্মরণে ঢাকার মিরপুরে ও রায়েরবাজারে নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও শোকের আবহে দিবসটি পালিত হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও স্মরণসভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের ইতিহাস, আমাদের চেতনা। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর