রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে রোনালদোর!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে রোনালদোর!

ফুটবলের মাঠের রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার হলিউডের বড় পর্দায় আসতে চলেছেন! হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিখ্যাত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা ভিন ডিজেল নিজেই ঘোষণা করেছেন যে, রোনালদোর জন্য একটা বিশেষ চরিত্র লেখা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ফুটবল এবং সিনেমার ফ্যানদের মধ্যে হইচই পড়ে গেছে!

ভিন ডিজেল সম্প্রতি ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন। ছবিতে দুজনেই থাম্বস আপ দিয়ে হাসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “সবাই জিজ্ঞাসা করত, রোনালদো কি ফাস্ট মিথলজিতে আসবে? বলছি, ও একদম আসল মানুষ। আমরা ওর জন্য একটা রোল লিখেছি...” এই পোস্ট দেখে ফ্যানরা কেউ বলছে, “রোনালদো গাড়ি চালিয়ে ‘সিউউউ’ করবে!” আবার কেউ বলছে, “এটা তো স্বপ্নের ক্রসওভার!”


বিজ্ঞাপন


‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর পরের ছবি (ফাস্ট এক্স-পার্ট ২) ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পাবে। এটা সিরিজের শেষ ছবি হতে চলেছে। রোনালদোর চরিত্রটা কতটা বড় হবে, তা এখনও জানা যায়নি। হয়তো একটা ছোট ক্যামিও, নয়তো বড় রোল!

চলচ্চিত্রটিতে কে কে অভিনয় করছেন সেটি এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির আসন্ন ১১তম সিনেমাটি শেষ কিস্তি। ডিজেলের পোস্টের আগে থেকেই ফ্র্যাঞ্চাইজিটিতে রোনালদোর যোগদান নিয়ে কয়েকমাস ধরে একটা আলোচনা ছিল।

এদিকে রোনালদো ফুটবল ছাড়ার পর সিনেমায় আসতে চান, এটা তিনি আগেও বলেছেন। এপ্রিল ২০২৫-এ তিনি নিজের ফিল্ম স্টুডিও খুলেছেন। এখন এই খবরে ফ্যানরা আরও উত্তেজিত। অপেক্ষা করতে হবে অফিসিয়াল ঘোষণার জন্য। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর