আগামী মাসেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বিপিএলের এই ১২তম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। সিলেট পর্ব দিয়ে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট। এরপর চট্টগ্রাম পর্ব হয়ে ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
আসন্ন মৌসুম শুরুর আগে দলে বড় নাম যুক্ত করল সিলেট টাইটান্স। ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলীকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা দলটির শক্তি আরও বাড়াবে।
বিজ্ঞাপন
২০২৪ পর্যন্ত সর্বশেষ তিন আসরে মঈন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর মধ্যে দু’বার শিরোপাও জিতেছেন। ইংলিশ এই অলরাউন্ডার এবারই প্রথম সিলেটের জার্সি গায়ে খেলবেন।
আক্রমণাত্মক ব্যাটিং ও কার্যকর অফস্পিনের জন্য পরিচিত মইন আলী আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আসছেন সিলেট শিবিরে। টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করতেই এই তারকাকে অন্তর্ভুক্ত করেছে সিলেট টাইটান্স।
নতুন মৌসুমে দলের প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে এই ইংলিশ অলরাউন্ডারকে- এমনটাই প্রত্যাশা সিলেট সমর্থকদের।

