রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, চাহিদার শীর্ষে বিশ্বকাপের যে ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, চাহিদার শীর্ষে বিশ্বকাপের যে ম্যাচের টিকিট

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপ শুরু হতেই রেকর্ডসংখ্যক আগ্রহ দেখা গেছে। বৃহস্পতিবার খোলা এই ধাপের প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৫০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে ফিফা।

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। কাতার বিশ্বকাপে শিরোপা জেতা লিওনেল মেসি এবারই হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। ওদিকে হেক্সার স্বপ্নে বিভোর ব্রাজিলিয়ানরা। নেইমারও খেলতে পারেন নিজের শেষ বিশ্বকাপ। তাই এবারের আসরেও এ দুই দলের ম্যাচের টিকিটের চাহিদা বেশি থাকবে বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু সব ধারণা বদলে দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্য একটি ম্যাচের টিকিটের প্রতি বেশি আগ্রহ দেখা গেছে ফুটবলপ্রেমী সমর্থকদের মাঝে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন- মেসি কলকাতায় যে হোটেলে থাকছেন, খরচ কত?

আরও পড়ুন- ভারতে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন ২০ মিনিটে

গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ২৭ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ নিয়ে। সেদিন মুখোমুখি হবে কলম্বিয়া ও পর্তুগাল। এই ম্যাচ ঘিরে উন্মাদনার বড় কারণ পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই বিশ্বতারকা আগেই জানিয়েছেন, এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ইনস্টাগ্রামে ৬৬৮ মিলিয়ন অনুসারী থাকা রোনালদোর উপস্থিতি যে টিকিট চাহিদা বাড়াবে, সেটাই স্বাভাবিক।

Screenshot_2025-12-13_165949


বিজ্ঞাপন


এ ছাড়া ‘লস কাফেতেরোস’ নামে পরিচিত কলম্বিয়া দলের সমর্থকরাও অত্যন্ত আবেগপ্রবণ। দক্ষিণ ফ্লোরিডায় বসবাস করেন প্রায় ২ লাখ ৪০ হাজার কলম্বিয়ান, যা এই ম্যাচের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। ফিফার তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে সবচেয়ে বেশি আবেদন পাওয়া শীর্ষ পাঁচ ম্যাচের মধ্যে দুটিই হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে বিশ্বকাপ চলাকালে স্পন্সর সংক্রান্ত কারণে স্টেডিয়ামটি পরিচিত হবে ‘মায়ামি স্টেডিয়াম’ নামে।

আরও পড়ুন- আকাশচুম্বী দামের পরও ২৪ ঘণ্টায় ৫০ লাখ টিকিটের আবেদন

টিকিট চাহিদার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৩ জুন নিউইয়র্ক/নিউ জার্সিতে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ। তৃতীয় স্থানে ১৮ জুন গুয়াদালাহারায় মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া, চতুর্থ স্থানে ২৫ জুন নিউইয়র্ক/নিউ জার্সিতে ইকুয়েডর বনাম জার্মানি এবং পঞ্চম স্থানে রয়েছে ২৪ জুন স্কটল্যান্ড বনাম ব্রাজিল ম্যাচ।

ফিফা জানিয়েছে, ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা অনলাইনে টিকিটের আবেদন করেছেন। আবেদন সংখ্যায় এগিয়ে রয়েছে তিন আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও পানামা।

feature-img-1-9

হার্ড রক স্টেডিয়ামের অন্য ম্যাচগুলোর মধ্যেও রয়েছে আকর্ষণীয় সূচি। ১৫ জুন উরুগুয়ে খেলবে সৌদি আরবের বিপক্ষে, ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। এরপর ২১ জুন একই ভেন্যুতে উরুগুয়ের প্রতিপক্ষ কেপ ভার্দে। নকআউট পর্বেও এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৩ জুলাই রাউন্ড অব ৩২-এর একটি ম্যাচে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপের। গ্রুপ ‘জে’-তে রয়েছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এ রয়েছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।

যদি প্রত্যাশা অনুযায়ী আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে লিওনেল মেসির দক্ষিণ ফ্লোরিডায় খেলার সুযোগ তৈরি হতে পারে। ইন্টার মায়ামির অধিনায়ক মেসির বাড়ি ফোর্ট লডারডেল, যা স্টেডিয়াম থেকে খুব বেশি দূরে নয়। এ ছাড়া হার্ড রক স্টেডিয়ামে ১১ জুলাই একটি কোয়ার্টার ফাইনাল এবং ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর