রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হৃদরোগে আক্রান্ত হয়ে অবসরের সিদ্ধান্ত ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

হৃদরোগে আক্রান্ত হয়ে অবসরের সিদ্ধান্ত ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের

পেশাদার ফুটবলের অধ্যায় শেষ করার পথে চেলসির সাবেক মিডফিল্ডার অস্কার। ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকেরা তার হৃদ্‌যন্ত্রসংক্রান্ত একটি সমস্যার কথা জানান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনার পরই ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে একটি ইন্টারভাল ফিটনেস টেস্টের সময় এক্সারসাইজ বাইক ব্যবহার করতে গিয়ে অস্কার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তী পরীক্ষায় জানা যায়, তিনি ভাসোভ্যাগাল সিনকোপে আক্রান্ত হয়েছেন। এটি এমন একটি অবস্থা, যেখানে হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যেতে পারে।


বিজ্ঞাপন


ঘটনার পর অস্কার ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি আর পেশাদার ফুটবল চালিয়ে যেতে চান না। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে হঠাৎ করেই শেষ হতে যাচ্ছে একটি দীর্ঘ ও সফল ক্যারিয়ার। সাও পাওলো থেকেই উঠে আসা অস্কার ইউরোপে নিজের নাম প্রতিষ্ঠা করেন চেলসির জার্সিতে, এরপর চীনা ফুটবলে কাটান দীর্ঘ সময়।

488950325_1136560411826546_5202939589845141053_n

গত বছর নিজের শৈশবের ক্লাবে ফিরে আসাকে অনেকেই দেখেছিলেন এক আবেগঘন প্রত্যাবর্তন হিসেবে। তবে সেই মৌসুমেই মেরুদণ্ডে চিড় ধরা পড়ায় ছন্দ হারান তিনি। সেই সময়ই নাকি প্রথমবার তার হৃদ্‌যন্ত্র নিয়ে কিছু উদ্বেগের বিষয় ধরা পড়ে। সর্বশেষ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের আশ্বস্ত করে অস্কার লেখেন, “সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর চাইলে।”

২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে ক্লাবটির হয়ে ২০৩ ম্যাচে ৩৮ গোল করেন অস্কার। তার শিরোপা তালিকায় রয়েছে দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ ও একটি লিগ কাপ। এরপর প্রায় আট বছর তিনি খেলেছেন চীনে, সেখান থেকে আবার ব্রাজিলে ফেরেন। জাতীয় দলের হয়েও ছিল তার উজ্জ্বল সময়। ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচে ১২ গোল, সঙ্গে রয়েছে কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশনস কাপ জয়ের কৃতিত্ব। হৃদ্‌যন্ত্রের এই সতর্ক সংকেতই শেষ পর্যন্ত টেনে আনছে অস্কারের ফুটবল জীবনের পরিসমাপ্তি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর