ক্রিকেটপ্রেমী বাংলাদেশীদের জন্য একটা দারুণ সুখবর! দীর্ঘ ১৫ বছর পর আবারও ঢাকার মাটিতে পা রাখছেন পাকিস্তানের কিংবদন্তি গতিতারকা শোয়েব আখতার। বিশ্বের সবচেয়ে দ্রুততম বলের রেকর্ডধারী ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’! গতকাল রাতে নিজের ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, “ঢাকা, আমি অনেক দিন পর আসছি ১৩ থেকে ১৫ ডিসেম্বর!”
কেন আসছেন শোয়েব? আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে! এবারই প্রথম বিপিএলের কোনো দলে যুক্ত হচ্ছেন তিনি। আর এই সিদ্ধান্তের পিছনে বড় ভূমিকা বাংলাদেশী ভক্তদের অপার ভালোবাসা।
বিজ্ঞাপন
ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ নিজেই শোয়েবের বড় ভক্ত। তিনি বলেন, “ছোটবেলা থেকে শোয়েবকে দেখে বড় হয়েছি। বাংলাদেশে অসংখ্য মানুষ তার ভক্ত। গত ১৫ বছর তিনি আসেননি, এটাই আমাদের অনুপ্রেরণা ছিল তাকে নিয়ে আসার!”
শুধু জনপ্রিয়তা নয়, বিপিএলের সামগ্রিক চিত্র বদলে দেওয়ার লক্ষ্য নিয়েই শোয়েবকে আনা হচ্ছে বলে জানান ফাহাদ। নিজের ক্যারিয়ারে আগুনঝরা গতিতে ব্যাটারদের তটস্থ করে রাখতেন শোয়েব আখতার। বাউন্সার, ইয়র্কার, ভয়ংকর গতি; সব মিলিয়ে এক জীবন্ত আতঙ্ক। ঢাকা ক্যাপিটালস মনে করছে, তাঁর অভিজ্ঞতা থেকে দারুণ উপকার পাবে দলের স্থানীয় পেসাররা।
বিশেষ করে তাসকিন আহমেদ ও মারুফ মৃধার মতো বোলাররা শোয়েবের কাছ থেকে গতি, বাউন্সার আর মানসিক শক্তির গোপন রহস্য জানতে পারবেন। “আমাদের দলে যেসব পেসার আছে, তাদের দিকনির্দেশনা দিতে পারবেন শোয়েব আখতার। এটা আমাদের জন্য বিশাল পাওয়া,” বলেন ফাহাদ।
শোয়েব নিজেই জানিয়েছেন, ১৩ থেকে ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন। তবে এই সফর কতদিনের, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ফাহাদ জানান, “প্রাথমিকভাবে তিনি ২-১ দিনের জন্য আসছেন। পৃষ্ঠপোষকদের এনডোর্সমেন্ট, ভক্তদের সম্পৃক্ত করা; এসব কাজ করবেন। ভবিষ্যতে সুযোগ থাকলে খেলার সময়ও তাঁকে আনার পরিকল্পনা আছে। আমাদের সঙ্গে চুক্তি হয়েছে, দ্বিতীয়বারও তাঁকে আনা হবে।”

