শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৪ বছর পর ভারতে মেসি, যা যা করবেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

১৪ বছর পর ভারতে মেসি, যা যা করবেন

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি শুক্রবার রাতে কলকাতায় পৌঁছেছেন। দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে পা রাখলেন তিনি। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন মেসি।

ভারত সফরে তিনি খেলাধুলার বিভিন্ন ইভেন্ট, প্রীতি ম্যাচ, সামাজিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় সাক্ষাতে অংশ নেবেন। এরই মধ্যে কলকাতায় ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করেছেন মেসি। যুব ভারতী স্টেডিয়ামে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গেও দেখা হয়েছে তার।


বিজ্ঞাপন


চলুন দেখে নেওয়া যাক, ভারত সফরে কোথায় কখন কী করবেন লিওনেল মেসি (বাংলাদেশ সময় অনুযায়ী)—

সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন মেসি। সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিটে ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করবেন তিনি।

এরপর যুব ভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন মেসি। দুপুর ১২টায় সেখানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির যোগ দেওয়ার কথা রয়েছে। সব আয়োজন শেষে দুপুরেই কলকাতা ছাড়বেন মেসি।

১৩ ডিসেম্বর-হায়দরাবাদ
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন মেসি। এই ম্যাচে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ম্যাচ শেষে একটি মিউজিক্যাল কনসার্টেও যোগ দেবেন তিনি।


বিজ্ঞাপন


১৪ ডিসেম্বর-মুম্বাই
বিকেল ৪টায় ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত প্যাডেল কাপে অংশ নেবেন মেসি। এরপর তিনি একটি সেলিব্রেটি ফুটবল ম্যাচ খেলবেন। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে একটি চ্যারিটি ফ্যাশন শোর আয়োজনও রয়েছে।

১৫ ডিসেম্বর-নয়াদিল্লি
সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিওনেল মেসি। পরে অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মিনার্ভা অ্যাকাডেমির তরুণ ফুটবলারদের পুরস্কার তুলে দেবেন তিনি। সন্ধ্যা ৭টায় ভারত ছাড়ার কথা রয়েছে এই ফুটবল মহাতারকার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর