রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওসমান হাদিকে নিয়ে যা বলল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

ওসমান হাদিকে নিয়ে যা বলল বিসিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

হাদির দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি যেন শীঘ্রই পূর্ণ সুস্থতা ফিরে পান।’ একই রকম বার্তা প্রদান করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পেজেও।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও সুষ্ঠু তদন্ত চালিয়ে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর