২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট এখন পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে সমর্থকরা টিকিট কিনতে পারছেন অনলাইনে।
টিকিট কেনার জন্য ভিজিট করতে হবে আইসিসির নির্ধারিত ওয়েবসাইটে tickets.cricketworldcup.com। ভারতের ভেন্যুগুলোর প্রবেশমূল্য শুরু হচ্ছে ১০০ রুপি থেকে (বাংলাদেশি টাকায় প্রায় ১৩৬)। আর শ্রীলঙ্কায় যে ম্যাচগুলো হবে, সেখানে সবচেয়ে কম টিকিট ১ হাজার শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪০০ টাকা)।
বিজ্ঞাপন
টুর্নামেন্ট মাঠে গড়াবে ৭ ফেব্রুয়ারি, আর ফাইনাল নির্ধারিত আছে ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ আয়োজন করবে। এবারের আসর থেকে আইসিসি অন্তত ২০ লাখের বেশি টিকিট বিক্রির লক্ষ্য ধরেছে।
এবারের আসরে বাংলাদেশের ম্যাচ দেখতে দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন ১৩৬ টাকা। এইবার বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে’। লিটন দাসদের সঙ্গে একই গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল।
ইতাই ও নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট মূল্য বেশ কম। নেপালের বিপক্ষে ম্যাচের টিকিট মূল্য ২৫০ রুপি। তবে কলকাতায় বাংলাদেশ-ইতালির ম্যাচের টিকিট সর্বনিম্ন ১০০ রুপিতে কেনা যাবে। এছাড়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি।

