সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাফির বোলিং তোপে সহজ জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম

শেয়ার করুন:

ডাফির বোলিং তোপে সহজ জয় নিউজিল্যান্ডের

উইলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। মাত্র ৫৬ রানের লক্ষ্য তাড়া করে নয় উইকেট হাতে রেখেই জয়ের কাজ সারল স্বাগতিকরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টম লাথামের দল।

দিনের শুরুটা ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য বিপর্যয়ের পূর্বাভাস। ৩২–২ অবস্থায় তৃতীয় দিন শুরু করা দলটি লাঞ্চের আগেই ধসে পড়ে। দুপুরের পর ১২৮ রানে গুটিয়ে গেলে ম্যাচটি আর প্রতিযোগিতামূলক থাকেনি। স্বাগতিকদের হয়ে আলো ছড়ান জ্যাকব ডাফি। মাত্র তিন টেস্ট খেলেই দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি (৫–৩৮)। অভিষিক্ত মাইকেল রাওয়ের ঝুলিতে ছিল ৩–৪৫।


বিজ্ঞাপন


নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে কাজটিকে সহজ করে দেন ডেভন কনওয়ে (২৮) ও কেন উইলিয়ামসন (১৬)। চা বিরতির খানিক আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে কিউইরা।

সিরিজে নিজেদের অভিজ্ঞতা কম থাকা বোলারদের এমন পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লাথাম। দলে ছিল ডাফি ও জ্যাক ফকস যাদের এটি মাত্র তৃতীয় টেস্ট। ব্লেয়ার টিকনার খেলছিলেন চতুর্থ ম্যাচ, আর রাওয়ের অভিষেক হয় এই টেস্টেই। লাথামের মন্তব্য, “এই সপ্তাহে বোলাররা যেভাবে নিজেদের মেলে ধরেছে, সেটা দারুণ। ব্যাট হাতে আমরা খুব ভালো ছিলাম না, কিন্তু বোলাররা ম্যাচটাকে আমাদের দিকে টেনে এনেছে।”

অন্যদিকে, ব্যাটিং বিপর্যয়ে হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। প্রথম ইনিংসে ২০৫ রানে থামা দলটি দ্বিতীয় ইনিংসে আরও বাজেভাবে ভেঙে পড়ে। তার ভাষায়, “আমরা ভেবেছিলাম সকালে ভালোমতো লড়াই করতে পারব। কিন্তু শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা চেপে বসে। বোলাররা যে পরিশ্রম করেছে, সেটার সুবিচার করা হয়নি।”

শুক্রবার সকালেই দলকে পথ দেখাতে শুরু করেছিলেন ব্র্যান্ডন কিং ও কাভেম হজ। খানিকটা সময় তারা কিউই বোলারদের সামলে নিলেও কিংয়ের (২২) রান-আউট হওয়ার পরই আবার ধস নেমে আসে। শাই হোপকে বিদায় দেন রাওয়ে, এরপর চেজকে থামান ডাফি। হজ এক প্রান্ত ধরে রেখে ৩৫ রানে পৌঁছালেও মিডউইকেটে উইল ইয়াংয়ের দুর্দান্ত ঝাঁপ দেওয়া ক্যাচে তিনিও ফেরেন।


বিজ্ঞাপন


চেজ নিজের দলের ব্যাটিং নিয়ে বললেন, “শুরুটা ধরে রেখে ইনিংস বড় করতে না পারার দায় আমাদেরই। ভালো বল অবশ্যই ছিল, কিন্তু এর বাইরেও আমরা সহজ ভুল করেছি।” এখন সিরিজের শেষ টেস্ট সামনে। আগামী বৃহস্পতিবার মাউন্ট মাওঙ্গানুইতে শুরু হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর