শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘অন্য ক্রিকেটাররা নেশা করলেও করতে পারে, আমার স্বামী করে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

‘বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারে, আমার স্বামী করে না’

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী এবং গুজরাটের শিক্ষামন্ত্রী রিভাবা জাদেজা সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন, যা ক্রিকেট মহলে আলোচনার ঝড় তুলেছে।

এক জনসভায় কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশে ঘোরাঘুরি করে। আজ পর্যন্ত কোনো ধরনের নেশা করেনি। কোনো দিন নেশা করতে দেখিনি ওকে। দলের অন্যদের কোনো না কোনো নেশা থাকলেও থাকতে পারে। অথচ ওর (জাদেজা) নেশা করতে কোনো বাধা নেই। কারণ বাড়িতেও কেউ কিছু বলবে না। ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছে। যে কোনও কাজ করার সুযোগ ওর কাছে ছিল।”


বিজ্ঞাপন


রিভাবা কারোর নাম না নিলেও, তার কথায় অস্পষ্ট ইঙ্গিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

এর আগে জাদেজা তামাক খাওয়ার একটি ছবি পোস্ট করায় সমালোচিত হয়েছিলেন। সেই সময় অনেক সমর্থক বলেছিলেন, তিনি তরুণদের জন্য খারাপ উদাহরণ তৈরি করছেন।

বর্তমানে টেস্ট সিরিজের বিরতিতে জাদেজা ভারতীয় দলের বাইরে আছেন। আইপিএলে তিনি এবার দল বদল করে চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়ালস-এ যোগ দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, তার আইপিএলের শুরুটিও হয়েছিল রাজস্থান রয়ালসের হয়েই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর